পাথরঘাটা, বরগুনা প্রতিনিধি:
বরগুনার পাথরঘাটা উপজেলার ১ নং রায়হানপুর ইউনিয়নের ড. সৈয়দা ফিরোজা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয় এমপিওভুক্ত হওয়ায় ৩১ জুলাই রবিবার বিকাল ৫ টায় উক্ত বিদ্যালয় প্রাঙ্গনে স্থানীয় এমপি শওকত হাচানুর রহমান রিমনকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
ড. সৈয়দা ফিরোজা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয় আয়োজিত,রায়হানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান রুপকের সভাপতিত্বে, রায়হানপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ড.সৈয়দ ফজলুলহক ডিগ্রি কলেজের প্রভাষক এইচ এম ওয়াহিদ মুরাদ ও রায়হানপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী মাসুম টেকনিক্যাল এ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের প্রভাষক বশির আহমেদের উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
স্থানীয় এমপি শওকত হাচানুর রহমান রিমন, কালমেঘা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আকন মোঃ শহিদ, পাথরঘাটা উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি এ্যাড. মজিবুর রহমান, বরগুনা জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন জমাদ্দার, উক্ত বিদ্যালয়ের দাতা সদস্য সৈয়দ আসাদুজ্জামান আসাদ, পাথরঘাটা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও পাথরঘাটা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তরিকুল ইসলাম রেজা,
সাধারণ সম্পাদক ও হাতেমপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মাওলা মিলন,ইউপি সদস্য আসাদুজ্জামান সোহাগ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান। এছাড়াও পাথরঘাটা উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও রায়হাপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন