পাথরঘাটা, বরগুনা প্রতিনিধি:
দৈনিক ‘আমাদের কণ্ঠ’ পত্রিকার নির্বাহী সম্পাদক মিয়াজী সেলিম আহমেদ এর সঙ্গে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল বাশারের সৌজন্য সাক্ষাত হয়েছে। আজ মঙ্গলবার ওসি মোঃ আবুল বাশারের অফিস কক্ষে এ সাক্ষাত হয়। এ সময় পাথরঘাটা উপজেলায় মাদক নির্মুল ও আইনশৃঙ্খলা বিষয় আলোচনা হয়। ওসি আবুল বাশার বলেন যেমন করেই হোক যুবসমাজকে রক্ষা করতে পাথরঘাটাকে মাদকমুক্ত করবো।
তিনি বলেন আইনশৃঙ্খলা অনেকটাই নিয়ন্ত্রণে। এ সময়ে নির্বাহী সম্পাদকের সঙ্গে ওসির সৌজন্য সাক্ষাতে আরো উপস্থিত ছিলেন দৈনিক আমাদের কন্ঠের স্টাফ রিপোর্টার মোঃ জাফর ইকবাল, প্রথম আলোর পাথরঘাটা প্রতিনিধি আমিন সোহেল প্রমুখ।
এর আগে নির্বাহী সম্পাদক মিয়াজী সেলিম আহমেদ আমাদের কন্ঠের স্টাফ রিপোর্টার ও পাথরঘাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাফর ইকবালের বাবার কবর জেয়ারত করেন। কবর জিয়ারত শেষে জাফর ইকবালের পরিবারের সঙ্গে তিনি কিছুক্ষণ সময় কাটান। জাফর ইকবালের বাবা মো. আলতাফ হোসেন গত ২৬ মার্চ সকাল পৌনে সাতটায় মৃত্যুবরণ করেন।