মাহফিজুল ইসলাম রিপন
হাটেরডাঙ্গা দুগাপুর কবরস্থানে আশ্রয়ন প্রকল্প বাস্তাবায়ন কে কেন্দ্র করে এলাকাবাসীরা ফুঁসে ওঠেছে। জানা যায়, দিনাজপুর জেলার পাবর্তীপুর উপজেলার ৪ নং পলাশবাড়ী ইউনিয়নের দুগাপুর হাটের ডাঙ্গায় ১০ একর সরকারী খাস সম্পত্তিতে কবরস্থান এবং ঈদগা মাঠ হিসাবে দুগাপুর,তলবাপাড়া,মাঝাপাড়,উত্তর পাড়া,মোল্লাপাড়া, বালাপাড়া, খামার পাড়া, পদ্ধপুকুর, পলাশবাড়ী, গাছুয়াপাড়া,পশ্চিমপাড়ার এলাকাবাসী মৃত্যুবরন করলে এই মাঠে দাফন করা হয়।
মনকি বছরে দুটি ঈদের নামাজ আদায় করা হয়। গতকাল বুধবার ১০/১/২০২৩ ইং তারিখে দুপুরে সরেজমিনে গেলে দুগাপুর গ্রামের শফিকুল হাসান(৬২), দুগাপুর গ্রামের আমিনুল হক (৪২),মাল্লাপাড়া গ্রামের মোস্তাফিজুর রহমান(৪৫)পলাশবাড়ী গ্রামের হারুনুর রশিদ(২৭),কালিকাপুর মন্ডলপাড়ার সুলতান মাহমুদ(৪৭), রেজাউল করিম(৪০), হবিবার রহমান(৭২), মেজবাউল হক (৫৬) হাজার হাজার জনগন বলেন আমাদের বাপ দাদার ১৪ পুরুষ আমল থেকে কবরস্থান,ঈদগা এবং খেলার মাঠ হিসাবে ব্যবহার করে আসছি আমাদের জীবন থাকতে এখানে আশ্রয়ন প্রকল্প তৈরী করতে দেয়া হবে না।কবরস্থানের পাশে বাড়িঘর তৈরী করে অসামাজিক কাযকলাপ বৃদ্ধিপাক এলাকাবাসী তা চায় না।
এ নিয়ে কবরস্থানে হাজার হাজার জনগন জড়ো হয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিযদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামানিক। বক্তব্য রাখেন নব নিবাচিত চেয়ারম্যান রুহুল আমিন, থানা আওয়ামীলীগের সদস্য সাদেকুল ইসলাম প্রমুখ।