পার্বতীপুর, দিনাজপুর, প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুরে ক্রিকেট প্রিমিয়ার লীগ খেলার ওপর গান ডিসপ্লে পরিবেশনের মাধ্যমে খেলা উদ্বোধন করা হয়েছে। ইয়ংস্টার ক্লাবের প্রধান পৃষ্ঠপোষকতায় আজ শনিবার বেলা ১২টায় উপজেলার রামপুর ইউনিয়নের নর্থইয়ার্ড হুগলিপাড়া মাঠে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যদিয়ে এ খেলার উদ্বোধন করেন- পার্বতীপুর-ফুলবাড়ী এলাকার সাংসদ সদস্য ও সাবেক মন্ত্রী এ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। বাংলাদেশ টেলিভিশনের নিত্য পরিচালক ও করিওগ্রাফার মনিরুল ইসলাম মুকুলের পরিচালনায় ক্রিকেট খেলার ওপর গান ডিসপ্লে পরিবেশন করেন ইয়ংস্টার ক্লাব নিত্যকলা একাডেমি। এতে সভাপতিত্ব করেন- পার্বতীপুর ইয়ংস্টার ক্লাবের সভাপতি, বিশিষ্ট ক্রীড়াবীদ, ক্রীড়া সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমজাদ হোসেন। খেলায় বিশেষ অতিথি ছিলেন, পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার নাশিদ কায়সার রিয়াদ, সাবেক পৌর চেয়ারম্যান আব্দুল ওহাব সরকার, পার্বতীপুর পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন, মন্মথপুর আইডিয়াল ডিগ্রী কলেজ অধ্যক্ষ আমিনুর রহমান ও খেলার আয়োজক আবু সাঈদ। আজকের এ খেলায় হেল্পিং সেন্টার ও তামিম ব্যাটারি হাউজ একাদশ অংশ গ্রহণ করে। আয়োজকরা জানিয়েছেন- ক্রিকেট প্রিমিয়ার লীগ খেলায় জেলার ৮টি দল অংশ গ্রহন করবে।