বিশেষ প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুরে হাবড়া ইউনিয়নে খামারপাড়া পান্থা পাড়া গ্রামে মৃত সোলায়মান আলীর ছেলে এরশাদ আলীকে (৩৫) একই গ্রামের ৮ দুর্বৃত্ত ভবানীপুর ইসলামিয়া কামিল মাদরাসা সংলগ্ন সড়কে মোটরসাইকেলের গতিরোধ করে মারপিট করে ১০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে ও ৩০০ টাকার নন জুডিশিয়াল ফাকা স্ট্যাম্পে জোরপূর্বক সই স্বাক্ষর করে আরও ৯০ হাজার টাকার চাঁদা দাবি করেছে বলে অভিযোগ করা হয়েছে। ঘটনাটি সংঘঠি হয়েছে গত ২ জুলাই বেলা ১১ টার দিকে। এ ঘটনায় গত ১৩ জুলাই ভিকটিম এরশাদ আলী বাদী হয়ে দিনাজপুর আমলী আদালতে ৮ জনের নাম উল্লেখ করে মামলা ( সিআর নং ২০৩/২২) দায়ের করেন।
এ পিটিশন মামলাটি গত ২২ জুলাই পার্বতীপুর মডেল থানায় মামলা হিসেবে গ্রহন করা হয়েছে। মামলা নং ১৭। এব্যাপারে ভিকটিম এরশাদ আলীর কাছে জানতে চাইলে বলেন আমি আমার মাকে নিয়ে হাসপাতালে আসি। তবে, এরশাদ আলীর চাচা ইউসুফ মন্ডল বলেন দ্রæত ফাঁকা স্ট্যাম্পটি উদ্ধার হওয়া দরকার।
তিনি আরও বলেন ৮ আসামীর মধ্যে ৭ জন আদালত থেকে জামিন নিয়েছেন। তবে স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর গ্রহনকারি মিজানুর রহমান (২৮)কে পুলিশ এখনও গ্রেফতার বা স্ট্যাম্পটি উদ্ধার করতে পারেনি। এব্যাপারে অভিযুক্ত আসামী মিজানুর রহমান মুঠোফোনে বলেন মামলায় যে অভিযোগ আনা হয়েছে তা পুরোটাই মিথ্যে ও বিত্তিহীন।