মশাহিদ আহমদ, মৌলভীবাজার
বড়লেখায় পাহাড়ি জনপদ ‘বোবারথল’ ১১টি গ্রামের, ৯শত পরিবারের হাজার হাজার স্থানীয় বাসিন্দাদের উচ্ছেদের ষড়যন্ত্র ও নিরহ জনগণকে একাধিক মিথ্যা মামলাসহ বিভিন্ন ভাবে বে-আইনীভাবে শাহবাজপুর চা-বাগান কর্তৃপক্ষ কর্তৃক হয়রানী করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন বোবারথল এর স্থানীয় জনগণ গত ২৪ জানুয়ারী বিকালে। ভুক্তভোগী এলাকার প্রবীন মুরব্বি আব্দুল কদ্দুস এর সভাপতিত্বে ও আব্দুর রহমান এর সঞ্চালনায় বোবারথল, ইসলাম নগর এলাকায় ঘন্টা ব্যাপি মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- নিয়াজুর রহমান, নাজিম উদ্দিন, আরমুছ আলী, আব্দুর রাজ্জাক, আব্দুল হাসিম, কয়েছ আহমদ, আতিকুর রহমান, আলী হোসেন, সরফ উদ্দিন, ইসলাম উদ্দিন ও আব্দুল্লাহ প্রমুখ।
মানববন্ধনে প্রায় ৩ শতাধিক ভুক্তভোগী জনগণ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন- শাহবাজপুর চা-বাগান কর্তৃপক্ষ অন্যায় ও বে-আইনীভাবে “বোবারথল” খাস খতিয়ানের জমি আত্নসাৎ করার উদ্দেশ্যে এলাকার নিরীহ ও শান্তিপ্রিয় লোকজনদের উপর নির্যাতন,একাধিক মামলা দিয়ে হয়রানী করছেন। দীর্ঘদিনের জীবনের লড়াইয়ে ক্লান্ত। সরকারের সংশ্লিষ্টদের দ্রæত হস্তক্ষেপ কামনা করে বলেন- বাগানের লোকজন ভেঙে দিয়েয়ে বসবাসরত বাড়ী- ঘর। খোলা আকাশের নীচে মানবেতর জীবন নিয়ে বসবাস করছে অনেক পরিবার। তাদের ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য মিথ্যা বানোয়াট মামলা দিয়ে নিরহ জনগণকে এলাকা ছাড়াসহ বিভিন্ন ভাবে হয়রানী করা হচ্ছে।
যাদেরকে ভিকটিম বানানো হচ্ছে তারা এসব কিছুই জানেন না। আমরা এসব হয়রানী ও উচ্ছেদের ষড়যন্ত বন্ধ করার জন্য জোর দাবী জানাই। বক্তারা আরো জানান- শাহবাজপুর চা-বাগান কর্তৃপক্ষ সরকারের খাস খতিয়ানের অনেক ভ‚মি অবৈধ ভাবে দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছে। এর ফলে সরকার রাজস্ব হারাচ্ছে। দ্রæত তাদের অবৈধ দখল থেকে ভ‚মি উদ্ধার করার দাবী জানাই।