ইন্দুরকানী, পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার ঢেপসাবুনিয়া গ্রামের কচাঁ নদীর পাড়ের বেড়িবাঁধের সাথে ইট সলিং রাস্তার পাশের ডোবা থেকে আনুমানিক ২০/২৫ বছরের এক পরিচয়হিন যুবতীর লাশ উদ্ধার করেছে ইন্দুরকানী থানা পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে স্থানিয়রা ঢেপসা বুনিয়া গ্রামের সাবেক ইউপি সদস্য ইয়াকুব আলীর বাড়ির নিকটে খালের ডোবায়লাশটি দেখতে পেয়ে পুলিকে খবর দিলে তারা লাশটি উদ্ধার করে। লাশের গলায় রানী গোলপি ওরনাদিয়ে ফাঁসদেয়া ছিল মহিলার বোরকা ছিল নেবিব পায়ের জুতার ফিতা,বোরকা খোলা অন্যযায়গায় ছিল ।
এবিষয়ে ইন্দুরকানী থানা অফিসার ইনর্চাজ হুমায়ুন কবিরের কাছে জানতে চাইলে তিনি বলেন স্থানিয়দের খবরে আমরা গিয়ে লাটি উদ্ধার করেছি। গলায় ওরনাদিয়ে ফাঁস লাগানছিল। মনেয় একদিন আগে কেবা কাহারা যুবতীকে গলায় ওরনা পেচিয়ে হত্যা করেছে। আমরা (পি বি আই)কে খবর দিয়েছি। এবং লাশটি ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠান হয়েছে ময়না তদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।আমরা লাশের পরিচয় উদ্ধারে বিভিন্ন যায়গায় খবর পাঠিয়েছি।
অদ্য ১৪/০৯/২০২১ খ্রী,বালিপাড়া ইউনিয়নের ঢেপসা বুনিয়া সাকিনের কচা নদীর পশ্চিম পাড়ে বেড়িবাঁধ ইটসোলিং রাস্তার পাশে নালা/ বেড় এর মধ্যে ভাসমান অবস্থায় গলায় ওড়না দ্বারা ফাঁস লাগানো অজ্ঞাত নামা মহিলা (২০/২৫) এর লাশ পাওয়া গিয়াছে, যদি কেউ উক্ত মহিলার পরিচয় জানেন তাহলে অফিসার ইনচার্জ ইন্দুরকানী থানা পিরোজপুর কে অবহিত করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো, ০১৩২০১৫৩২২৮,০১৭১৬৬৯৯৪৯৮.