পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরে অনুষ্ঠিত হয়েছে জেলা পর্যায়ের আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। এ উপলক্ষে মঙ্গলবার সকালে পিটিআই মাঠে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জেছের আলীর সভাপতিত্বে জেলা প্রশাসন ও জেলা
প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক চৌধুরী রওশন ইসলাম, বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর পি.টি.আই এর সুপারিনটেন্ডেন্ট মোল্লা ফরিদ আহমেদ।
ক্রীড়ায় প্রতিযোগিতায় ৭টি ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ৯টি করে মোট ১৬টি ইভেন্টে প্রতিটিতে ৭ জন করে বালক ও বালিকা শাখায় মোট ২৪০ জন প্রতিযোগী অংশ নেয়।