পিরোজপুর প্রতিনিধি
জমিজমা নিয়ে শত্রæতার জের ধরে সদর উপজেলার টোনা এলাকায় প্রতিপক্ষ এক কলেজ ছাত্রকে কুপিয়ে জখম করেছে। ছিনিয়ে নেয়া হয়েছে তার মোবাইল সেট। আহত হৃদয় দাসকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যপারে ঘটনার সাথে জড়িত গৌরাঙ্গ দাস, ধ্রæব দাস, সুদেব দাস নামীয় ৩ জন বিবাদীসহ আরো অজ্ঞাত নামা ব্যাক্তিদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। থানা সূত্রে জানা যায়, সদর থানার টোনা এলাকার বাসিন্দা মৃত জনার্ধন দাসের পুত্র পরিতোষ দাসের পক্ষের লোকজনের সাথে প্রতিপক্ষ প্রতিবেশী মৃত সুরেন্দ্রনাথ দাসের পুত্র গৌরাঙ্গ দাস পক্ষের লোকজনের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। সেই শত্রæতার জের ধরে প্রতিপক্ষ দিনগত গত রাত সাড়ে ১০টার দিকে পশ্চিম টোনা দাস বাড়ী থেকে বাড়ী ফেরার পথে চঁন্দ বাড়ী পুলের পশ্চিম পাশে পৌঁছানো মাত্র সন্তোষ দাসের পুত্র হৃদয় দাসের উপর ওৎপেতে থাকা প্রতিপক্ষ হামলা চালায়।