খেলাফত হোসেন খসরু, পিরোজপুর:
পিরোজপুরে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার সকালে জেলা স্টেডিয়ামে এ সংবাদ সম্মেলন করেন জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, সদস্য এ্যাড. আবুল কালাম আকন।
প্রেস ব্রিফিংয়ে অধ্যক্ষ আলমগীর হোসেন জানান, সন্তানদের খেলার মাঠে ফিরিয়ে নিতেই সারাদেশে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট এর আয়োজন করা হয়েছে। এই খেলার মূল কারন হলো বাংলাদেশের ক্রিড়া অঙ্গনকে সমৃদ্ধ করা। ২২ নভেম্বর জেলা স্টেডিয়ামে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট টি-টুয়েন্টি একদিনের খেলা অনুষ্ঠিত হবে। জিয়া ক্রিকেট টুর্নামেন্ট টি-টুয়েন্টি ম্যাচে লাল ও সবুজ ২টি দলে বিভক্ত হয়ে খেলা অনুষ্ঠিত হবে।
জিয়া ক্রিকেট টুর্নামেন্ট এর টি-টোয়েন্টি খেলায় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক সাবেক ফুটবলার আমিনুল ইসলাম, ক্রিকেটার মেহেরাব হোসেন অপিসহ জাতীয় দলের সাবেক ক্রিকেটারবৃন্দ।