পিরোজপুর প্রতিনিধি
নারী শিক্ষায় এবং অর্থনেতিক ভাবে সাবলম্বী হলে নারী নির্যাতন অনেকাংশ কমে আসবে। ইউএসএইড এবং ইউকেএইড-এর আর্থিক সহায়তায় কাউন্টারপার্ট ইন্টারন্যাশনাল কর্তৃক বাস্তবায়নাধীন প্রোমোটিং এ্যাডভোকেসি এন্ড রাইটস (পার) কর্মসূচির আওতায় রূপান্তর সংস্থার আয়োজনে জেলা এ্যাডভোকেসী সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন এ কথা বলেন। বৃহস্পতিবার সকালে প্রেসক্লাব কমপ্লেক্স ভবনের সভা কক্ষে মিনারা বেগম প্রাক্তন কাউন্সিলর এর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন- মো: আবুল আলম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, মো: জাকির হোসেন উপ-পরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর পিরোজপুর। সভায় জলো র্পযায়রে নির্ধারিত এ্যাডভোকেসী বিষয় নিয়ে বক্তব্য রাখেন- এ্যাডভোকেট মো:ওয়াহিদ হাসান বাবু, আবু সুফিয়ান অধ্যাপক, নাজিরপুর কলেজ, শাহানাজ পারভীন সানু, নারী নেত্রী, সুদেব মসিদ, আ: সালাম বাতেন, কাউন্সিলর পিরোজপুর পৌরসভা,খালিদ আবু সংবাদকর্মী,সুরাইয়া আক্তার হেপী প্রাক্তন ইউপি সদস্য, খালেদা আক্তার হেনা, আন্দোলন সম্পাদিকা বাংলাদেশ মহিলা পরিষদ পিরোজপুর জেলা শাখা, মো: রাহাত হোসেন যুবনেতা,খাদিজা আক্তার,নারীনেত্রী, সিকদার চাঁন প্রমুখ। সভায় সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন, মইনুল আহসান মুন্না নির্বাহী পরিচালক আরবিএফ, পিরোজপুর।