যুবায়ের আল মামুন, স্টাফ রিপোর্টার
পিরোজপুরের ইন্দুরকানীতে নিজের উদ্যোগে দুটি পুল তৈরী করে দিলেন যুবলীগ নেতা সাইফুল ইসলাম খান মিন্টু। যুবলীগ নেতার ব্যক্তিগত উদ্যোগে ভাঙা পুল দুটি নতুন করে তৈরী করায় খুব খুশি এলাকাবাসী। দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ভাঙা অবস্থায় পড়ে থাকায় এলাকাবাসী ঝুঁকি নিয়ে চলাচল করত এ পুল দুটি দিয়ে। যুবলীগ নেতা মিন্টুর এমন উদ্যোগকে সাধুবাধ জানিয়েছেন এবং এলাকাবাসীর প্রশংসায় ভাসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মধ্য ইন্দুরকানী গ্রামের মোস্তফা ঘরামী ও সোহরাব মাতবরের বাড়ির সামনে দুটি পুল দীর্ঘদিন ধরে ভাঙ্গা অবস্থায় পড়ে ছিল। স্থানীয়রা সুপারি গাছের সাঁকো দিয়ে চলাচল করত। পুল ভেঙ্গে যাওয়ায় কোন যানবাহন চলাচল করতে পারত না ওখান থেকে। বিষয়টি যুবলীগ নেতা মিন্টুর নজরে আসায় প্রায় অর্ধ লক্ষাধিক টাকা ব্যয় করে অবহেলিত মধ্য ইন্দুরকানী গ্রামের এ পুল দুটি কাঠ দিয়ে সংস্কার করে দেনতিনি। ইন্দুরকানী উপজেলা যুবলীগের উপ-দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম খান মিন্টু বলেন, এ পুল দুটি ভেঙে যাওয়ায় মধ্য ইন্দুরকানী গ্রামের বাসিন্দারা চলাচলের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে দুর্ভোগের মধ্যে ছিল। বিষয়টি জানতে পেরে এলাকাবাসীর চলাচলের সুবিধার্থে আমার নিজের ব্যক্তিগত উদ্যোগে পুল দুটি সংস্কার করে দিয়েছি। স্থানীয় আবু ছালেক হাওলাদার ও রুস্তম আলী ঘরামী জানান, পুল দুটি কয়েক বছর আগে ভেঙ্গে যাওয়ায়মেরামতের ব্যাপারে স্থানীয় চেয়ারম্যান মেম্বারের কাছে বহু বার ধরনা দিয়েছি। কিন্তু তাতে কোন কাজ হয়নি। কিন্তু যুবলীগ নেতা মিন্টু তার ব্যক্তিগত উদ্যোগে আমাদের এলাকার পুল দুটি সংস্কার করে দেয়ায় এলাকাবাসীর চলাচলের জন্য খুব উপকার হয়েছে বলে তারা জানান।
বৃহস্পতিবার, জুন ১
সংবাদ শিরোনাম
- জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু
- লঞ্চে মোটরসাইকেল পারাপারে নিষেধাজ্ঞা থাকছে না
- দেশের সবচেয়ে বড় এডুকেশন এক্সপো সোমবার
- কমলগঞ্জে অভিনব কায়দায় সিএনজি চুরি : কৌশলে নগদে টাকা আদায়
- রূপগঞ্জের মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের উন্মোক্ত বাজেট ঘোষণা
- এনবিআরের দাবি করা কর দিতে হবে ড. ইউনূসকে
- কাউকে জেতানো বা পরাজিত করা ইসির দায়িত্ব নয়
- ভালুকায় অসংক্রামন রোগের কারণ ও প্রতিরোধে করণীয় শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত