নিজস্ব প্রতিবেদক, পিরোজপুর
জৈব কৃষি উৎপাদন উৎসাহিত করার লক্ষ্যে কৃষকদের জন্য ভার্মি কম্পোষ্ট উৎপাদন বিষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। গতকাল বৃহস্পতিবার সকলে শহীদ ওমর ফারুক মিলনায়তনে উপজেলা পরিষদ ও পিরোজপুর সদর এর আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস নাসিমা আক্তার। প্রশিক্ষন দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শিপন চন্দ্র ঘোষ। উপজেলা পরিচালক ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা), স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতায় ৩ দিন ব্যাপি এ প্রশিক্ষণ কর্মশালায় ৩৫ জন অংশ নেন।