জুবায়ের আল মামুন, পিরোজপুর:
পিরোজপুর ক্রিকেট একাডেমির আয়োজনে আজমল হুদা নিঝুম এর তত্বাবধানে ১ এপ্রিল বিকেলে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মেয়র কাপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এসময়ে খেলায় জয়ী হয়ে চ্যাম্পিয়ন হয় টিম ফ্রেন্ডস, রানার আপ এজাইল। পিরোজপুর ক্রিকেট একাডেমীর সভাপতি নুরুল হুদা আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র কাপের পৃষ্ঠপোষক পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মালেক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর সাদউল্লাহ লিটন, সরকারী সোহরাওয়ার্দী কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক কাজী জাহাঙ্গীর আলম, রুপালী ব্যাংক হুলারহাট শাখার শাখা ব্যবস্থাপক মিজানুর রহমান সুমন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আজমল হুদা নিঝুম।খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে পুরস্কার প্রদান করেন মেয়র ।
এসময়ে মেয়র সংক্ষিপ্ত বক্তব্য দিতে গিয়ে যুবলীগ নেতা শুভ’কে গভীরভাবে স্মরণ করেন তিনি বলেন শুভ ছিলো যুব সমাজের আইকন আমাদের আওয়ামীলীগ রাজনীতির রত্ন। সে পড়া লেখায় ছিলো মেধাবী খেলাধুলায়ও বেশ ভাল ছিলো। সে ছিলো আমার সন্তানতূল্য আমরা তাকে হারিয়েছি। শুভকে হারিয়ে যে ক্ষতি পিরোজপুর এর হয়েছে এমন নেতা তৈরি হতে যুগ যুগ লেগে যাবে তারপরও পাবো কিনা জানিনা।
আজ শুভ থকলে খুশি হতো আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। এ সময়ে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর সাদউল্লাহ লিটন, জেলা সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক সুমন সিকদার, এখানে উল্লেখ্য যে টিম ফ্রেন্ডস এর অধিনায়ক ফয়সাল মাহাবুব শুভ গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদর উপজেলার শংকরপাশায় নৌকার প্রচারণা কালে বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সাথে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। তারই হাতে গড়া দল ‘টিম ফ্রেন্ডস’ চ্যাম্পিয়ন হওয়ায় তার বন্ধুরা পুরস্কারটি তাকে উৎসর্গ করেন।