জুবায়ের আল মামুন, পিরোজপুর:
পিরোজপুরে ১১২ জন নবীন আলেম হাফেজ ও কৃতি শিক্ষার্থীদের এক সংবর্ধনার আয়োজন করেছে ইসলামি ছাত্র আন্দোলন পিরোজপুর (উত্তর)। ১৭ জুলাই ২০২২ শহরের মুক্তিযোদ্ধা মার্কেটের তয় তলায় কুটুমবাড়ি কমিউনিটি সেন্টারে মুহাম্মদ জাবের হুসাইন কেন্দ্রীয় শুরা সদস্য ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পিরোজপুর (উত্তর)এর সভাপতিত্বে নবীন আলেম হাফেজ ও কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ এর মাধ্যমে সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নূরুল করীম আকরাম, কেন্দ্রীয় সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। মাওলানা শেহাব উদ্দিন কাসেমী, সভাপতি, ইসলামী আন্দোলন, পিরোজপুর জেলা শাখা। মুহাম্মদ মনিরুল হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশ, পিরোজপুর জেলা শাখা। মাওলানা মুহাম্মদ ইয়াহিয়া হাওলাদার, সভাপতি, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড, পিরোজপুর জেলা শাখা। মাওলানা মুহাম্মদ আল আমিন, সভাপতি, ইসলামী যুব আন্দোলন,
পিরোজপুর জেলা শাখা,ইসলামী যুব আন্দোলন পিরোজপুর জেলা শাখার সভাপতি মুহাম্মাদ আল আমিন, হাফেজ মাসুম বিল্লাহ, গাজী আলাউদ্দীন প্রমূখ। বক্তারা এ সময়ে কুরআন সুন্নাহভিত্তিক রাস্ট্র পরিচালনার প্রতি গুরুত্ব আরোপ বলেন, ইসলামী নীতিমালা কায়েম করার জন্য নিজেদের কুরআন হাদিসের আলোকে জীবন গড়তে হবে। মানবতার শ্রেষ্ঠ উদাহরণ আমাদের প্রিয় নবীজির (সাঃ) এর আদর্শ বুকে লালন করে এগিয়ে যেতে হবে। ছাত্র আন্দোলন আগামীর মাদক ও সন্ত্রাস মুক্ত বাংলাদেশের নেতৃত্ব তৈরি করবে। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। অনুষ্ঠান শেষে দোয়া ও দুপুরের খাবার বিতরণ করা হয়।