জুবায়ের আল মামুন, পিরোজপুর:
রবিবার বিকেলে পিরোজপুর জেলা পুলিশ লাইনে পিরোজপুর জেলা পুলিশের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। পিরোজপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, পিপিএম- সেবা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের সুযোগ্য অতিরিক্ত ডিআইজি, (ডিআইজি ভারপ্রাপ্ত) এ কে এম এহসান উল্লাহ্। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, জেলা ও দায়রা জজ, মহিদুরজ্জামান,
সাবেক সংসদ সদস্য পিরোজপুর ১ আসন, বীর মুক্তিযোদ্ধা এ কে আলহাজ্ব এম এ আউয়াল, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, পিরোজপুরের বিভিন্ন উপজেলার চেয়ারম্যান, মেয়র, অধ্যক্ষ, অধ্যাপক, শিক্ষক, নির্বাহী ম্যাজিস্ট্রেট, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, আইনজীবি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ,পেশাজীবী সংঠনের গণ্যমান্য ব্যক্তিবর্গ, এতিমখানার হুজুর, মোয়াজ্জম, স্থানীয় আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীগণসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
ইফতার পূর্বে দোয়া মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহ্ শান্তি কামনা করে দোয়া মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মোঃ নাজমুল হক কমান্ড্যান্ট( পুলিশ সুপার) ইন সার্ভিস টেনিং সেন্টার, পিরোজপুর, শেখ জাহিদুল ইসলাম পিপিএম,(পুলিশ সুপার) পিবিআই, পিরোজপুর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্দার খাইরুল হাসান, পিপিএম-সেবা ,
অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) মোঃ ইব্রাহীম, সহকারী পুলিশ রিয়াজ হোসেন,পিপিএম (নেছারাবাদ সার্কেল), ওসি ডিবি, ডিআইও-১ এবং সকল থানার অফিসার ইনচার্জ ও আরআই পুলিশ লাইন্স, পিরোজপুর প্রমুখ সবাই উক্ত ইফতার ও দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন।