নিজস্ব প্রতিবেদক, পিরোজপুর
সব যল্পনা কল্পনা শেষে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে আগামী ২৫জুন দক্ষিণ জনপদের বাঙালীর স্বপ্নের পদ্মা সেতু উদ্ভোধন হতে যাচ্ছে। এই উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে পিরোজপুর থেকে ৮ টি লঞ্চে যাচ্ছে প্রায় ২০ হাজার মানুষ। নেওয়া হয়েছে জোরালো নিরাপত্তা।পদ্মা সেতুতে সড়ক পথে কিছু লোক গেলেও বাকিদের যাতায়াতের প্রধান বাহন হবে লঞ্চ। তাই প্র¯‘ত রাখা হয়েছে বিলাসবহুল অন্তত ৮ লঞ্চ। পিরোজপুর জেলার প্রত্যেকটি উপজেলা থেকে এসব লঞ্চ ছেড়ে যাবে। জনশ্রæতি রয়েছে মহা বিশ্ব মানচিত্রে এ্যামাজন নদীতে প্রথম বড় সেতুর পর বাংলাদেশের পদ্মা নদীর উপর এটি দ্বিতীয় বড় সেতু নির্মান হয়েছে। যা আর মাত্র দুই দিন পর আনুষ্ঠানিক উদ্ধোধন করবেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা চার বারের প্রধানমন্ত্রী জন নেত্রী শেখ হাসিনা। এদিকে পদ্মা সেতু উদ্ধোধনকে ঘিরে সর্বত্র বিরাজ করছে আনন্দঘণ পরিবেশ। যার কমতি নেই ঐতিহ্যবাহী পিরোজপুর জেলার ৭ উপজেলায়। এ জন্য পিরোজপুরের বিভিন্ন এলাকায় চলছে ব্যাপক আনন্দের আমেজ। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে করা হচ্ছে এসব আয়োজন। নৌ পথে ঐদিন লঞ্চ সংককটের কারনে ৭ উপজেলা থেকে ২৪ তারিখ বিকেলে উৎসুক জনতা নিয়ে ঘাট ছাড়বে বলে জানাগেছে সংশ্লিষ্ট আয়োজক বৃন্দের কাছ থেকে। এই জেলার মাণুষের উৎসাহ উদ্দিপনা একটু বেশি। এতো মধ্যে নানা ধরনের শ্লোগান সমৃদ্ধ বাহারী সাজে সুসজ্জ্বিত করার জন্য প্রিংন্টি প্রেস গুলোতে দিন রাত চলছে ব্যানার ফ্যাস্টুন তৈরীর কাজ। স্থানীয় নের্তৃবৃন্দ ঐদিন উদ্ধোধনকে সার্থক ও সফল করতে দফায় দফায় সভা করছে। যাতে যারা নৌ এবং সড়ক পথে সেতুর উদ্ধোধন সভাস্থলে নির্বিঘেœ পৌঁছাতে পারে সে জন্য নেতা-কর্মীদের মধ্যে একটি প্রাণচাঞ্চল্যকর পরিবেশ বিরাজ করছে। পিছিয়ে নেই আওয়ামী লীগের স্থানীয় নের্তৃবৃন্দর সভা। এমনটি জানিয়েছেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদার ও বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় পরিষদ সদস্য ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা অ্যাডভোকেট চন্ডী চরণ পাল। জেলা যুবলীগ সভাপতি আক্তারুজ্জামান ফুলু, জেলা কৃষকলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান চাঁন মিয়া মাঝিবলেছেন, পিরোজপুর-১ আসনের এমপি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ.ম রেজাউল করিম এর সাথে পরামর্শ করেই সব ধরনের ব্যবস্থা গ্রহন কর হয়েছে। নাজিরপুর উপজেলার শেখ মাটিয়া ইউনিয়ন চেয়ারম্যান আতিয়ার রহমান চৌধুরী নানু ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু এবংনেছারাবাদ(স্বরুপকাঠী)উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান এস এম মুইদুল ইসলাম মুহিদ বলেছেন, পিরোজপুর-১ আসনের এমপি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ.ম রেজাউল করিম এর সাথে পরামর্শ করেই সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। তারা বলেন, ‘যেহেতু সমাবেশস্থলে যেতে ঢাকার মতই সময় লাগবে, তাই আমরা ২৪ জুন জেলা থেকে পর্যায়ক্রমে বিকাল ৪ টায় দিকে ও রাত ১০টার দিকে লঞ্চগুলো ছেড়ে দেব। খোঁজ নিয়ে জানাগেছে, এদিন ভান্ডারিয়া উপজেলা থেকে লঞ্চ যোগে বিকাল ৪টায় উৎসুক জনতা নিয়ে ঘাট ছাড়বে বলে জানাগেছে সংশ্লিষ্ট আয়োজক বৃন্দের কাছ থেকে।এই ভান্ডারিয়া উপজেলার তেলিখালীর সন্তান জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং জেলা পরিষদের প্রসাশক মহিউদ্দিন মহারাজ সম্প্রতি বরিশাল বিভাগীয় একটি সভায় বলেছেন সেতু উদ্ভোধনী সভা সার্থক করতে সকলেই ঐক্যবদ্ধ। এ ছাড়া কাউখালী, মঠবাড়িয়া ও ইন্দুরকানী উপজেলা থেকে লঞ্চ ছেড়ে যাবে। মোট কথা, ২০ থেকে ২৫ হাজার লোক যাতে যেতে পারে সেজন্য বাস ও লঞ্চ মিলিয়ে পর্যাপ্ত পরিবহনের ব্যবস্থা রয়েছে বলেজানাগেছে সংশ্লিষ্ট আয়োজক বৃন্দের কাছ থেকে।