কক্সবাজার প্রতিনিধি
বাড়িতে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওয়ারেন্টভুক্ত এক আসামীর হৃদরোগে মৃত্যু হয়েছে। এই মৃত্যুর ঘটনায় এলাকায় নানা আলোচনা-সমালোচনা চলছে।শনিবার দিবাগত রাতে (১৬ জুলাই) এই মৃত্যুর ঘটনা ঘটে। মারা যাওয়া ওই আসামীর নাম নুরুল কবির লেদু। তিনি কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ৬নং ওয়ার্ড ইউছুপেরখীল গ্রামের বাসিন্দা। প্রাপ্ত তথ্যে জানা যায়, ওয়ারেন্টভুক্ত আসামি আটক অভিযানের অংশ হিসেবে শনিবার দিবাগত রাতে (১৭ জুুলাই রোববার রাতের শুরুর দিকে) ঈদগাঁও থানা পুলিশের কর্মকর্তা রুহুল আমিন ও রাকিবের নেতৃত্বে একদল পুলিশ ওই ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে আসামীকে পুলিশের গাড়িতে তুলে থানায় নেয়ার পথে ধৃত আসামী বুকে ব্যথা অনুভব করেন। ব্যথার তীব্রতা বেড়ে যাওয়ায় অভিযানে অংশগ্রহণকারী পুলিশ কর্মকর্তা উর্ধতন কর্মকর্তাকে বিষয়টি অবগত করেন। উর্ধতন কর্মকর্তার নির্দেশে ধৃত আসামীকে থানায় না নিয়ে দ্রæত ঈদগাঁওস্থ এক প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা গুরুতর ভেবে চিকিৎসকের পরামর্শে রামু স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত ৩টার দিকে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল হালিম ধৃত আসামির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ওই দুই কর্মকর্তা ওয়ারেন্টভুক্ত সেই আসামীকে আটক করতে রাত দুইটার দিকে তার বসতবাড়িতে যান। এসময় আসামী বুকে ব্যথা অনুভব করেন। অবস্থা বেগতিক দেখে কর্মকর্তাদ্বয় আমাকে এই ঘটনা জানালে আসামীর ছেলেসহ তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নিয়ে যেতে বলি। সেখানে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।আটকের শুরু থেকে মৃত্যু পর্যন্ত ছেলে শরীফ বাবার সাথে ছিল।জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি সাপেক্ষে মৃতের পরিবার বিনা ময়না তদন্তে দাফনের জন্য লাশ নিয়ে বাড়ির পথে রয়েছে বলে জানান ওসি আবদুল হালিম। অপরদিকে মৃতের সন্তান শরীফ জানান, তার বাবা আগে থেকেই হৃদরোগে আক্রান্ত ছিলেন। ওইদিন রাতে পুলিশ আসলে তিনি বুকে ব্যথা অনুভব করেন। পরে পুলিশের গাড়ির সহযোগিতায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।