মির্জা বদরুজ্জামান টুনু, যশোর
যশোরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ দেয়ার নামে পুলিশের নাম ভাঙিয়ে সংঘবদ্ধ প্রতারক চক্র অপতৎরতা চালাচ্ছে। পুলিশের পক্ষে সৎ ও যোগ্য প্রার্থীদের শতভাগ দুর্নীতিমুক্ত থেকে নিয়োগ প্রদানের ঘোষণা দিলেও তা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে প্রতারক চক্র। শতভাগ স্বচ্ছতার ব্যাপারে প্রার্থীদের প্রতিশ্রুতি দেয়া হলেও অসাধু প্রতারক ও দালাল চক্র চাকরি দেয়ার নামে ইতোমধ্যে অর্থ বাণিজ্য করেছে বলেও তথ্য মিলেছে। এ ব্যাপারে প্রতারক ও দালাল চক্রের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়ে মাঠে নেমেছে জেলা পুলিশের কয়েকটি গোয়েন্দা ইউনিট। ইতোমধ্যে জেলা গোয়েন্দা শাখা চক্রের দু’সদস্যকে আটক করেছে। জব্দ করেছে একাধিক চাকরি প্রত্যাশী প্রার্থীর আবেদন ফরম, টাকা আদায়ের নোট বুক ও মোবাইল ফোনসহ বিভিন্ন ডকুমেন্ট। স¤প্রতি বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। চাকরি নয়, সেবা এই শ্লোগানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। যশোর জেলায় শূণ্য পদে ৫৮ জন (পুরুষ ৪৯ ও নারী ৯) নিয়োগ দেয়ার ব্যাপারে যশোর জেলা পুলিশ ডিজিটাল প্লাটফরমসহ বিভিন্ন মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। আগামি ৭ অক্টোবরের মধ্যে আগ্রহী প্রার্থীদের অন লাইনে আবেদনও করতে বলা হয়েছে। ১৮ থেকে ২০ বছর বয়সসীমার প্রার্থীরা আবেদন করতে পারবেন মর্মে বলা হয়। করোনা বিবেচনায় ২৫ মার্চ ২০২০ তারিখে যারা সবোর্চ্চ বয়সসীমায় পৌঁছেছেন তারাও আবেদনের যোগ্য মর্মে বলা হয়। এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ (কমপক্ষে জিপিএ ২.৫/সমমান) বাংলাদেশের অবিবাহিত স্থায়ী নাগরিক (পুরুষ ও নারী) এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন বলে বলা হয়। এদিকে, পুলিশ কন্সটেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তির খবরে জেলার লম্বা দেহী বেকার নারী ও পুরুষের আগ্রহ ভরে আবেদন করতে শুরু করেছেন। তারা চাকরি নিশ্চিৎ করতে বিভিন্ন মাধ্যম খোঁজার চেষ্টা করছেন। আর বেকারদের অসহায়ত্ব ও প্রার্থী ও অভিভাবকদের সরলতার সুযোগ নিয়ে প্রতারক চক্র মাঠ চষছে। পুলিশের অফিসারদের সাথে সম্পর্ক আছে, নেতার মাধ্যমে তালিকা পাঠিয়ে দেব এমন নানা বুলি আওড়িয়ে প্রতারক চক্র টাকা হাতানোর নানা কারসাজি এঁটেছে বলে তথ্য মিলেছে। পুলিশের আইজিপির পরিস্কার ঘোষণা স্বচ্ছতা ও দূর্নীতি মূক্ত নিয়োগ হলেও পুলিশের অজ্ঞাতে প্রতারক চক্র অর্থ বাণিজ্য শুরু করেছে। কঠোর হুঁশিয়ারি উপেক্ষা করে অসাধু চক্র চাকরি প্রার্থীদের ভুল বুঝিয়ে বাণিজ্য করছে এমন নানা তথ্য জেলা পুলিশের কাছে এসেছে। এ ধরণের একাধিক তথ্যে মাঠে নেমেছে পুলিশ। খুলনা জেলার ফুলতলা উপজেলার বাড্ডাগাতী গ্রামের কোহিনুর বেগম নামে এক নারী একটি অভিযোগ দেন যশোরে পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের বিপিএম (বার), পিপিএম কার্যালয়ে। প্রাথমিক গোপন অনুসন্ধানে অভিযোগের সত্যতা পেলে কোহিনুর বেগমের অভিযোগটি আবার ১ অক্টোবর অভয়নগর থানায় মামলা হিসেবে রেকর্ড হয়। যার অভয়নগর থানার মামলা নাম্বার ২। পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ রুপন কুমার সরকার, পিপিএম, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই লিটন কুমার মন্ডল, এসআই সোলাইমান আক্কাস, এসআই মফিজুল ইসলাম, পিপিএমের সমন্বয়ে একটি চৌকশ টিম অভিযান শুরু করে। ১ অক্টোবর দিবাগত রাত সাড়ে ১০ টা থেকে ভোর পর্যন্ত অভয়নগর ও খুলনার ফুলতলা এলাকায় অভিযান পরিচালনা করে প্রতারক ও দালাল চক্রের ২ সদস্যকে আটক করা হয়। এরা হচ্ছে যশোরের অভয়নগরের কোটা গ্রামের আব্দুল আজিজের ছেলে নাজমুস সাকিব (৩২) ও খুলনা ফুলতলার জামিরা গ্রামের ফজলুর রহমানের ছেলে ওহিদুল ইসলাম (৪০)। এদের কাছ থেকে একাধিক চাকরি প্রত্যাশীর আবেদন ফরম, টাকা আদায়ের নোট বুক, মোবাইল ফোন জব্দ করা হয়। আটককৃতদের আদালতে চালান দেয়া হয়েছে। একই সাথে চক্রের অন্যদের শনাক্ত ও আটকে অভিযান চলমান রয়েছে। এ ব্যাপারে পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের বিপিএম (বার) জানিয়েছেন, ‘বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পর থেকে সতর্ক রয়েছে জেলা পুলিশ। মাননীয় আইজিপি মহোদয়ের দিক নির্দেশনায় সৎ ও যোগ্য প্রার্থীদের শতভাগ দুর্নীতিমুক্ত থেকে নিয়োগ প্রদানের প্রস্তুতি চলছে। এরই আলোকে গোপন তথ্য সংগ্রহ করে দালাল ও প্রতারক চক্রকে শনাক্ত করে আটকের নির্দেশনা দেয়া হয়েছে। অভিযানে আটক দু’জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তাদের ব্যবহৃত মোবাইল ফোনে তার ফেসবুক আইডি ম্যাসেঞ্জারে সা¤প্রতিক বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগে প্রতারণা করে প্রার্থীদের প্রতিশ্রুতি দিয়ে আবেদন পত্র ও অর্থ গ্রহণের তথ্য প্রমান পাওয়া গেছে। তিনি হুঁশিয়ারি দিয়ে আরওা জানিয়েছেন, ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেনে জড়িত হলে আটক ও নিয়োগ বাতিল করা হবে। এই নিয়োগ সংক্রান্ত ব্যাপারে কোনো প্রতারক চক্রের সন্ধান পেলে পুলিশের অফিশিয়াল ফেসবুকে অবহিত করতে, নিকটতম পুলিশ স্টেশনে খবর দিতে আহবান জানান এসপি। এছাড়াও জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে জানানোরও আহবান জানান তিনি।