আমি জুয়েল রাজশাহী ডি, কে বসাক এন্ড কোং এর ম্যানেজার। সরকার অনুমোদিত এলকোহল বিক্রেতার লাইসেন্সপ্রাপ্ত। নিয়ম কানুন মেনেই আমরা ব্যবসা করে আসছি। কিছু ভুঁইফোর অনলাইনের কার্ডধারী মাদকসেবী ও ব্যবসায়িক মাঝে মাঝেই আমাদের কাছে চাঁদা দাবি করে। চাঁদা না দিলে নিউজ করার হুমকি ধামকি দেয়। তারই ধারাবাহিকতায় গত ১৩ অক্টোবর “গণধ্বনি প্রতিদিন” পত্রিকায় “নগরীতে অবৈধ উপায়ে মদ বিক্রির অভিযোগ ” শিরোনামে মিথ্যা, বানোয়াট গল্প সাজিয়ে নিউজ প্রকাশিত হয়। যা সম্পুর্ন মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন এবং আমাদের দীর্ঘদিনের সুনাম নষ্ট করার পায়তারা করছেন। আর তারা কোং এর মালিকের যে বক্তব্যর কথা উল্লেখ করেছে তেমন কোন বক্তব্য আমাদের মালিক দেননি। আমি এই প্রকাশিত সংবাদের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে নিউজের প্রতিবেদককে ক্ষমা চাওয়ার দাবি জানাচ্ছি। অন্যথায় আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবো।
নিবেদক
জুয়েল
ডি, কে বসাক এন্ড কোং