পিরোজপুর প্রতিনিধি:
মাননীয় প্রধানমন্ত্রীকে কটুক্তি ও আর একটি ১৫ আগষ্ট ঘটানোর পায়তারায় গত ২৩ মে ঢাকায় এক বিক্ষোভ সমাবেশে বক্তৃতা প্রদানকালে সাবেক ছাত্রদল এবং বর্তমান স্বেচ্ছাসেবক দল নেতা আবদুল কাদির ভূঁইয়া জুয়েল ‘পঁচাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’ ধরণের একটি মন্তব্যের প্রতিবাদে কেন্দ্রীয় যুবলীগের বিক্ষোভ সমাবেশের নির্দেশ পালনে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ভিপি যুবলীগ নেতা মাকসুদুর ইসলাম লিটন সিকদার এর নেতৃত্বে ৪ জুন শনিবার সকাল ১১ টায় সোহরাওয়ার্দী কলেজ রোড শান্তনা বেকারির মোড়ে থেকে এক প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের ক্লাব রোডের বিলাশ চত্ত্বরে সমাবেশ করে শেষ হয়।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে যুবলীগের নেতা লিটন সিকদার বলেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যখন পদ্মা সেতুর মতো একটি বড় সেতু নিজেদের জনগনের টাকায় উপহার দিতে পেরেছেন এবং বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে মাথা উচু করে বীরের জাতি হিসেবে বিশ্বের দরবারে পরিচিতি এনে দিয়েছেন তখন ঐ দেশবিরোধী জামাত বিএনপি চক্রের গায়ে জ্বালা ধরেছে। তারা দেশে বিদেশে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমরা যুবলীগের কর্মীরা ঐ সকল দেশবিরোধী চক্রান্তকারীদের বলে দিতে চাই ১৯৭৫ সাল আর আজ ২০২২ সাল এক কথা নয়।
আমরা প্রয়োজনে দেশরত্ন শেখ হাসিনাকে প্রাণ দিয়ে হলেও মহান আল্লাহর রহমতে রক্ষা করবো। আমরা পিরোজপুরের জনগনকে সাথে নিয়ে যুবলীগ এর কেন্দ্রীয় মানবিক চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সংগ্রামী সাধারন সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল এর নির্দেশনা ও কেন্দ্রীয় কর্মসূচীর সাথে মিল রেখে এই বিক্ষোভ কর্মসূচী পালন করেছি এবং আগামী দিনেও তাদের নির্দেশনার অপেক্ষায় আছি।
এ সময়ে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা সাবান আলি, সাবেক ছাত্রলীগ নেতা ইয়ার হোসেন লাবলু,রাসেল আহম্মেদ সুপন, শামসুল আলম লিটু, লিমন হাওলাদার, সালাউদ্দিন প্রিন্স, তনু, সাবেক ছাত্র নেতা চুন্নু সিকদার,শাহিন সিকদার, টিপু সেখ, রিপন হাওলাদার, এনায়েত উল্লাহ বাবু,কামাল প্রমুখ। শত শত যুবলীগের নেতা কর্মী এসময়ে বিক্ষোভ মিছিলে অংশ নেন।