নিজস্ব প্রতিবেদক,কেরাণীগঞ্জ
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে দেশব্যাপী আহুত কর্মসূচীর অংশ হিসেবে আজ সোমবার কেরাণীগঞ্জে বিক্ষোভ কর্মসূচী পালন করেছে কেরাণীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরাণীগঞ্জ থানা আ’লীগ ও তাদের সকল সহযোগী সংগঠন। এ উপলক্ষে কেরাণীগঞ্জ মডেল থানা আ’লীগ ও তাদের সকল সহযোগী সংগঠন আয়োজিত এক বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন দক্ষিণ কেরাণীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ও কেরাণীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ।
এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন জিনজিরা ইউপি চেয়ারম্যান হাজী সাকুর হোসেন সাকু,হযরতপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন আয়নাল,কলাতিয়া ইউপি চেয়ারম্যান তাহের আলী,তারানগর ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন ফারুক,কালিন্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহসীন রানা খোকন,সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হোসেন,ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী জাহিদ হোসেন রনি, মডেল থানা ছাত্রলীগের সাধারন সম্পাদক মাসুদ রানা,জাহিদুল ইসলাম বিপ্লব,মো.আরিফুল ইসলাম,ইউপি সদস্য মো.মোক্তার হোসেন,মো.শাহীন চৌধুরী,আবু আলেম মোল্লা রানা প্রমুখ।
মিছিলটি কালিন্দি ইউনিয়নের ভাংনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মনু বেপারীর ঢালের শহীদ স্মৃতি সৌধে এসে শেষ হয়। এছাড়া বিক্ষোভ মিছিল করেছে দক্ষিণ কেরাণীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগ। থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিরাজুর রহমান সবুজের নেতৃতে আয়োজিত এ মিছিলটি চুনকুটিয়া চৌরাস্তা এলাকা থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
অপরদিকে শুভাঢ্যা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী বাসেরের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শুভাঢ্যা ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উল্লেখ্য, ১৯ মে শুক্রবার সরকারের পদত্যাগ, গায়েবি মামলা,গণগ্রেফতার বন্ধ, সরকারের দুর্নীতির প্রতিবাদ ও ১০ দফা দাবিতে রাজশাহীতে এক সমাবেশের আয়োজন কওে রাজশাহী জেলা বিএনপি। সমাবেশ থেকে প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রীকে ‘কবরস্থানে’ পাঠানোর হুমকি দেন জেলা বিএনপির আহŸায়ক আবু সাঈদ চাঁদ। এর প্রতিবাদে আজ সোমবার সারাদেশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ডাক দেয় আ’লীগ ও সহযোগী সংগঠন।