ফকিরহাট, বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহারের ঘর পরিদর্শন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম। তিনি গত শনিবার (২৮ আগষ্ট) সকাল ১০টায় উপজেলার পিলজংগ ইউনিয়নের বৈলতলী বঙ্গবন্ধু পল্লী-১ (আশ্রয়ন) এর ঘরগুলো পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বঙ্গবন্ধু পল্লী চত্ত¡রে গাছের চারা রোপন, ঘরের বাসিন্দাদের খাদ্য সামগ্রী ও গাছের চারা বিতরণ করেন।
তিনি ঘরগুলে দেখে সন্তোষ প্রকাশ করেন। এসময় বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, ফকিরহাট উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ, ইউএনও সানজিদা বেগম, এসিল্যান্ড বিধান কান্তি হালদার, উপজেলা কৃষি কর্মকর্তা মো: নাছরুল মিল্লাত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাঈদা দিলরুবা সুলতানা সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, গনমাধ্যমকর্মী ও বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।