সোহাগ খান সুজন, শরীয়তপুর
শরীয়তপুর-২ আসনের এমপি, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পানিসম্পদ উপমন্ত্রী একে এম এনামুল হক শামীম এমপি বলেছেন, মাননীয় প্রধান মন্ত্রী দেশের জনগনকে শুরক্ষা করার জন্য মায়ের ভুমিকা পালন করছেন। সন্তানদের জন্য মা, যা,করেন তিনি জীবনের ঝুকি নিয়ে কাজ করছেন। গতকাল সোমবার দুপুর ১২ টার দিকে শরীয়তপুরের নড়িয়া উপজেলা শহীদ মিনার চত্তরে মাননীয় প্রধানমন্ত্রী ত্রান সহায়তা ত্রান ও দুর্যোগ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ১২৮ ডেকোরেটর এন্ড লাইনিং শ্রমিক সমিতির সদস্য দের মাঝে ত্রান সহায়তা এবং নদী ভাঙা দুস্থ ও অসহায় ১০০ পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন করোনা এখন নিম্নমুখী। দীর্ঘদিন পরে ১২ তারিখে শিক্ষা প্রতিষ্ঠান খুলেদেয়া হচ্ছে। আমাদের সন্তানদের সুরক্ষার জন্য যা করা দরকার তাই করবেন। আমরা কাজ করছি মাননীয়া প্রধানমন্ত্রীর নেত্রীত্বে। বাংলাদেশ আওয়ামীলীগ মুক্তিযুদ্ধ চেতনা নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ওই বিএনপিরা গণ অভ্যুত্থান কথা বলে কিন্তু তারা গণনিকৃত দল। বিএনপির নেত্রী খালেদা জিয়া কে জেলে নিলে একটা বড় মিছিল ও করতে পারলো না বিএনপি।গণ অভ্যুত্থান করতে সাংগঠনিক শক্তি লাগে মানুষের ভালবাসা লাগে, মানুষের থাকা লাগে কোনটাই বিএনপির নাই। বিএনপি মিথ্যা দিয়ে রাজনীতি করে,ইতিহাস বিকৃতি করে,জিয়াউর রহমান আর খালেদা জিয়ার রাজনীতি হলো মিথ্যার রাজনীতি,অপপ্রচারের রাজনীতি। সেই কারনেই ওই খুনি জিয়া,খালেদা জিয়ার দলের প্রতি বাংলাদেশের মানুষের আস্থা নাই। বিএনপি আর আর যাই করুক আওয়ামী লীগকে গণ অভ্যুত্থান ভয় দেখিয়ে লাভ নাই জনগণ সব সময় আওয়ামীলীগের সাথে ছিলো আওয়ামীলীগের সাথেই থাকবে। এসময় উপস্থিত ছিলেন,শরীয়তপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ এর সভাপতি খোকা ছাবেদুর রহমান খোকা শিকদার,নড়িয়া উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধ ফজলুল হক মাল নড়িয়া উপজেলার নির্বাহী অফিসার রাশেদউজ্জামান আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক মাস্টার হাসানুজ্জামান খোকন , মহিলা আওয়ামী লীগ এর সভাপতি রাবেয়া আক্তার, নড়িয়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, আওয়ামীলীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য জহির সিকদার প্রমূখ। এর পরে উপমন্ত্রী নড়িয়া সরকারি কলেজের মুজিব কর্নার ও রাস্থার কাজের উদ্বোধন,শরীয়তপুরে নড়িয়া, জাজিরা উপজেলা পদ্মা নদীর ডানতীর রক্ষ প্রকল্পের কাজ পরিদর্শন করে, ঘড়িষার ইউপির সাবেক চেয়ারম্যান সদ্য প্রয়াত মরহুম লুৎফর রহমান কবর জিয়ারত করেন।