সুমন ভট্টাচার্য ময়মনসিংহ :
ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলাধীন চর বেতাগৈর ইউনিয়নের চর ভেলামারী আশ্রয়ণ প্রকল্পে ১.৪৬ একর অবৈধ দখল উদ্ধারকৃত খাস জমিতে বিধবা, স্বামী পরিত্যক্তা, প্রতিবন্ধী ও অসহায় ৭৩ টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে । মুজিববর্ষে ” একজন মানুষও গৃহহীন থাকবে না ” মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন-২ প্রকল্পের প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩য় পর্যায়ের ২য় ধাপে জমি ও গৃহ প্রদান কার্যক্রমেরর শুভ উদ্ধোধন করেন গনভবন থেকে সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে বৃহস্পতিবার সকালে চর ভেলামারী আশ্রয়ণ প্রকল্পে নান্দাইল উপজেলার সাংসদ আনোয়ারুল আবেদীন তুহিন, বিভাগীয় কমিশনার শফিকুল রেজা বিশ্বাস, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা পুলিশ সুপার আহমারউজ্জামান, ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের সভাপতি এহতেশামুল আলম, নান্দাইল উপজেলা চেয়ারম্যান মাসুদ আহমেদ, পৌর চেয়ারম্যান রফিক উদ্দিন ভুইয়া, বীর মুক্তিযোদ্ধা আমির উদ্দিন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সকল প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগন উপস্হিত ছিলেন। আশ্রয়ণ প্রকল্পের ভূমিহীন ও গৃহহীন ভুক্তভোগী দুইজন প্রধানমন্ত্রীর সাথে সরাসরি কথা বলেন এবং তাকে ময়মনসিংহ আশ্রয়ণ প্রকল্পে আসার আমন্ত্রন জানান ।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক প্রধানমন্ত্রীকে বলেন ৩য় পর্যায়ে ২য় ধাপে ১১টি উপজেলায় ২৮৭ টি ঘর হস্তান্তর করা হয়েছে । ভুক্তভোগীরা এই ঘর পেয়ে আপনার জন্য দোয়া প্রার্থনা করেছেন। প্রতিটি গৃহ ২ শতাংশ জমি বন্দোবস্ত, কবুলিয়ত ও রেজিষ্ট্রেশন এবং জমিসহ সেমিপাকা গৃহ উপকারভোগী পরিবারের নিকট জমির দলির খতিয়ান প্রদান করা হয়েছে । প্রতিটি গৃহের পিছনে ২ লাখ ৫৯ হাজার টাকা ব্যয় করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন ৫২টি উপজেলায় কোন ভূমিহীন গৃহহীন নেই । ৪৯২টি উপজেলায় ২৬,২২৯ টি গৃহ হস্তান্তর করা হয়েছে। আগামী ২০২২/২৩ অর্থবছরে অবশিষ্ট ১৪০৩ টি গৃহ প্রদানের মাধ্যমে পুনর্বাসন সমাপ্তি হবে।