ময়মনসিংহ প্রতিনিধি :
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ময়মনসিংহের ভালুকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে যুবলীগ। যুবলীগ নেতা শাহরিয়ার হক সজীবের নেতৃত্বে শনিবার বিকালে বাসট্যান্ড চত্বর থেকে ওই বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌরসভার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ হয়।
সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, যুবলীগ নেতা শাহরিয়ার হক সজীবের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট শওকত আলী, দপ্তর সম্পাদক কাজিম উদ্দিন, আঞ্চলীক শ্রমিক লীগের সভাপতি নজরুল ইসলাম সরকার, যুবলীগ নেতা রাসেল তালুকদার, মাহমুদুল হক সোহাগ, মাজাহারুল ইসলাম প্রমুখ।