মাগুরা প্রতিনিধি
যত চক্রান্তই হোক আমাদের একজন শেখ হাসিনা আছেন। আমরা যে কোন পরিস্থিতির মোকাবেলা করতে পারি। বঙ্গবন্ধুর রক্ত যার ধমনীতে বইছে তিনি কারো রক্তচক্ষুকে ভয় করেন না। সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি বুধবার (৩১ আগষ্ট) দুপুরে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণে জাতীয় শোক দিবস উপলক্ষে মাগুরা জেলা ছাত্রলীগের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রধান অতিথি বলেন, সারাবিশ্বে অর্থনৈতিক মন্দা চলছে। এই ক্রান্তিকালে শেখ হাসিনার সরকার আমাদের বেশি বেশি প্রয়োজন। সাম্প্রতিক পরিস্থিতি মোকাবেলায় জাতিসংঘ বিশ্ব নেতাদের নিয়ে ৬ সদস্যের যে উপদেষ্টা কমিটি গঠন করেছে জননেত্রি শেখ হাসিনা তার একজন। বিশ্বের অনেক দেশ তার পরামর্শ নিয়ে থাকেন। বিধায় যত চক্রান্তই হোক না কেন শেখ হাসিনার আন্তর্জাতিক ভাবমূর্তি কেউ সামান্য পরিমাণেও ক্ষুন্ন করতে পারবে না। মাগুরা জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। গত কয়েকদিন ধরে মাগুরায় বিএনপি’র সমাবেশ ঘিরে বোমা বিস্ফোরণ অগ্নি সংযোগ সশস্ত্র মহড়া নিয়ে দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের সূত্র ধরে তিনি বলেন, যারা এই দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায় তারা আওয়ামী লীগ তথা ছাত্রলীগকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচার করছে। ষড়যন্ত্রকারীরা সকল ক্ষেত্রে ব্যর্থ হয়ে এখন অপপ্রচারে নেমেছে। সকল পরিস্থিতি মোকাবেলা করেই সামনের দিকে এগিয়ে যাওয়ার আহŸান জানান ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা জেলা আওয়ামী লীগ সভাপতি আফম আবদুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, ছাত্রলীগ সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম সহ আরো অনেকে। আলোচনা সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনার পাশাপাশি ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।