অনলাইন ডেস্ক:
কুমিল্লার ইলিয়টগঞ্জে প্রাইভেটকার খাদে পড়ে স্বামী-স্ত্রীসহ ৩ জন নিহত হয়েছেন। আজ রোববার (২৪ জুলাই) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন- ফেনী জেলার ভূমি সহকারী কর্মকর্তা গিয়াস উদ্দিন মাহমুদ ফরাজী, তার স্ত্রী জাহানারা আক্তার এবং শ্যালিকা সালমা আক্তার।
বিষয়টি নিশ্চিত করে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার প্রেমধন মজুমদার জানান, রোববার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ইলিয়টগঞ্জ এলাকায় ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়েছেন। বৃষ্টি থাকায় মহাসড়ক থেকে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। পরে উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। গাড়িতে যে তিনজন ছিলেন তারা নিহত হন। পরে নিহতদের লাশ উদ্ধার করে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানায় রাখা হয়েছে।