মো. শহিদুল ইসলাম : প্রানিসম্পদ অধিদপ্তরের সক্ষমতা জোরদারকরন প্রকল্পে সর্বনিম্ন দরদাতাকে কাজ না দেয়ায় এবং সঠিক ভাবে দরপত্র মুল্যায়ন না হওয়ায় সরকারের ক্ষতি হচ্ছে ১ কোটি ৬১ লাখ টাকা। পিপি আর রোগ নিয়ন্ত্রণ ও ক্ষুরারোগ নির্মুল প্রকল্পের আওতায় ক্রয় কৃত এফএমডি ভ্যাকসিন সংরক্ষনের জন্য ২৬ টি জেলায় কোল্ড রুম স্থাপন করার জন্য আহব্বান কৃত দরপত্রের প্রেক্ষিতে সর্ব মোট ৯ টি দরপত্র জমা পড়ে । তারমধো বাংলাদেশ সাইন্স হাউস সর্ব নিম্ন দর প্রদান করে ।
অপরদিকে জেনটেক ইন্টারন্যাশনাল লি: ৭ম নিম্ন দরদাতা হিসাবে বিবেচিত হয়। কিন্ত‘ মুল্যায়ন কমিটি সর্বনিম্ন দরদাতা সহ ৬ টি দরপত্র নন রেস্পন্সিভ করে ৭ম দরদাতাকে কাজ দেয়ার সুপারিশ করে।
এফএমডি এন্ড পিপিআর কন্টোল প্রকল্পের আওতায় দেশের ৪টি জেলার ( ভোলা, মানিকগঞ্জ , সিরাজগঞ্জ ও বগুড়া )জন্য এফএমডি ভ্যাকসিন ক্রয়ের লক্ষে ৯০কোটি টাকার আদেশ প্রদান করা হয়েছে প্রায় ১৮ মাস পূর্বে । ওই ভ্যাকসিন সংরক্ষন করার জন্য ৪টি জেলা সহ মোট ২৬ টি জেলায় ছাব্বিশটি কোল্ড রুম তৈরি করার জন্য নির্দেশ রয়েছে প্রানিসম্পদ অধিদপ্তরের সক্ষমতা জোরদার করণ প্রকল্পে । ‘ কিন্তু সক্ষমতা প্রকল্পের পিডি যথা সময়ে দরপত্র আহব্বান না করায় কার্যাদেশ প্রদানের পূবেই ভ্যাকসিন সরবরাহ নেয়া হয়। বিষয়টি ভ্যাকসিন সরবরাহকারী ঠিকাদার আগে থেকেই জানত। এজন্য তিনি কোল্ড রুম সরবরাহ করার কাজটি পাওয়া নিশ্চিত করেই ওই ৪ টি জেলায় সরকারি জায়গায় কোল্ড রুম তৈরী করে রাখে।
এদিকে কোল্ড রুম সরবরাহ করার লক্ষে দরপত্রে অংশ গ্রহনকারী ও সর্বনিম্ন দরপর প্রদান কারী বাংলাদেশ সাইন্স হাঊজের সিইও মো. আব্দুল আওয়াল কাজ না পেয়ে। তিনি গত ৯মে ২০২১ পত্রের মাধ্যমে সক্ষমতা জোরদারকরণ প্রকল্পের পিডিকে দরপত্র টি পূর্ণ মূল্যায়নের অনুরোধ সহ কি কারনে তার দরপত্র টি নন রেস্পন্সিভ করা হয়েছে তা জানানোর জন্য অনুরোধ করে । পত্রে আরোও জানানো হয় যে, জেনটেক ইন্টারন্যাশনাল লি: কে সুবিধা প্রদানের জন্য দরপত্রের টিডিএস এ কোল্ড রুম সরবরাহের অভিজ্ঞতা না চেয়ে তার পরিবর্তে তিনি ফ্রীজ / এসি সরবরাহের অভিজ্ঞতা চেয়েছিলেন। যাতে জেনটেক ইন্টারন্যাশনাল লি: কে কাজ দেয়া যায়। এ বিষয়ে সক্ষমতা প্রকল্পের পিডি ডা. এমদাদুল হক তালুকদার এর মতামত জানতে চাওয়া হলে তিনি জানান মূল্যায়ন কমিটি যেভাবে মতামত দিয়েছে সেভাবেই ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি আরো জানান সর্বনিম্ন দরদাতা অভিজ্ঞতা ও অন্যান্য কাগজপত্রাদি সঠিক না থাকায় তাকে কমিটি সুপারিশ করেনি বা কার্যাদেশ দেয়া হয়নি।
অন্য দিকে দরপত্র মূল্যায়ন কমিটির সভাপতি ডা. মো. শামীম হোসেন জানান পিডি দরপত্র লিখে যেভাবে শর্ত দিয়েছে আমরা সেই আলোকে মূল্যায়ন করেছি। তিনি আরো জানান পিডি যদি কোন অর্যাচিত শর্ত দিয়ে থাকেন । তবে তার দায়ভার পিডি বহন করবেন কারন টিডিএস এর বাইরে যেয়ে মূল্যায়ন করার কোন সুযোগ নেই।
তবে অভিযোগের কোন জবাব প্রদান করা এবং পূর্ণ মূল্যায়নের বিষযে কি পদক্ষেপ নেয়া হয়েছে জানতে চাওয়া হলে পিডি কোন জবাব দেননি। যে ৪টি কোল্ড রুম কার্যাদেশ দেয়ার পুর্বেই স্থাপন করা হয়েছে সেগুলি দরপত্রে উল্লেখিত ২৬ টির অন্তরভুক্ত কি না জানতে চাওয়া হলে পিডি জানান অন্তরভুক্ত । তাহলে পুনরায় ২৬ টির কার্যাদেশ কেন দেয়া হলো জানতে চাওয়া হলে পিডি বিষয়টি এড়িয়ে যান।কাগজপত্রাদি সঠিক না থাকার বিষয়ে সিইও আব্দুল আওয়াল জানান দরপত্রের শর্ত মোতাবেক যথাযথভাবে সকল কাগজ ও তথ্যদি তিনি সংযোজন করা হয়েছিলো । তিনি পিডির বক্তব্য যথাযথ নয় মর্মে উল্লেখ করে জানান গত ২০১৮ সাল হতে এ পর্যন্ত প্রানিসম্পদ অধিদপ্তরের অধীনে সে ৩০ থেকে ৪০ কোটি টাকার ইকুইপমেন্ট সরবরাহ করা হয়েছে তার প্রমানপত্র জমা দেয়া হয়েছে। তিনি জানান মূল্যায়ন কমিটি যথাযথ ভাবে মূল্যায়নে ব্যর্থ হয়েছে বিধায় পূর্ণ মূল্যায়ন করার আবেদন করা হয়েছে ।এ বিষয় প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. শেখ আজিজুর রহমান বলেন, আমি লিখিত অভিযোগ পেয়েছি আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে। মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ে খোঁজ নিয়ে জানা গেছে,অভিযোগটি পরিকল্পনা বিভাগের অতিরিক্ত সচিব মো.তৌফিকুল আরিফ এর কাছে রয়েছে। তিনি বলেন, আমি অভিযোগটি পেয়েছি, বিষয়টি প্রক্রিয়াধীন।
বৃহস্পতিবার, জুন ১
সংবাদ শিরোনাম
- জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু
- লঞ্চে মোটরসাইকেল পারাপারে নিষেধাজ্ঞা থাকছে না
- দেশের সবচেয়ে বড় এডুকেশন এক্সপো সোমবার
- কমলগঞ্জে অভিনব কায়দায় সিএনজি চুরি : কৌশলে নগদে টাকা আদায়
- রূপগঞ্জের মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের উন্মোক্ত বাজেট ঘোষণা
- এনবিআরের দাবি করা কর দিতে হবে ড. ইউনূসকে
- কাউকে জেতানো বা পরাজিত করা ইসির দায়িত্ব নয়
- ভালুকায় অসংক্রামন রোগের কারণ ও প্রতিরোধে করণীয় শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত