নিজস্ব প্রতিবেদক:
গত শনিবার বিডিএলএ(বাংলাদেশ ডিপ্লোমা লাইভষ্টক এসোসিয়েশন) এর নবগঠিত আহবায়ক কমিটি ও বঙ্গবন্ধু উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা কল্যান সমিতির নেতৃবৃন্দ মন্ত্রী শ ম রেজাউল করিমের সাথে পূব নির্ধারিত সময় অনুযায়ী বাসভবনে সাক্ষাত করে।
এ সময় মন্ত্রী নেতৃবৃনদের দাবী- দাওয়া গুলি মনোযোগ সহকারে শুনেন এবং স¦ারক লিপিটি গ্রহন করে অবিলম্বে যুক্তি সংগত দাবী দাওয়া সমুহ বাসতবায়নের আশ্বাস প্রদান করেন।
দাবী দাওয়া সমুহের মধো অন্যতম ১০ম গ্রেড বাস্তবায়ন, জনপ্রশাসন মন্ত্রনালয় কর্তৃক সুপারিশকৃত সহকারী ভেটি: পাবলিক হেলথ অফিসারসহ সকল পদ বাস্তবায়ন এবং নিয়োগবিধি সংশোধন করন, মাঠ পর্যায়ে অফিসার হিসাবে মুল্যায়ন ও সুযোগ সুবিধা প্রদানের লক্ষ্যে নিদেশনা প্রদানের জন্য ডিজি মহোদয়কে নির্দেশ প্রদান করেন।