নিজস্ব প্রতিবেদক
মশুরীখোলা দরবার শরীফের বর্তমান গদ্দীনিশীন পীর সাহেব ক্বেবলা আলহাজ¦ মাওলানা শাহ মুহাম্মাদ আহছানুজ্জামান (মু.জি.আ.) এক বিবৃতিতে ভারতের বিজেপি নেত্রী কর্তৃক আমাদের প্রিয় নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ও হযরত মা আয়েশা (রাদ্বিয়াল্লাহু আনহা) শানে কটুক্তির একমাত্র শাস্তি মৃত্যুদ- বলে মন্তব্য করেন। কেননা এক হাদিসে বর্ণিত হয়েছে-‘যে ব্যক্তি নবীকে কটুক্তি বা গালি দিল তার শাস্তি হলো মৃত্যুদ-’(তাবরানী)।
শনিবার সকালে এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। পীর সাহেব ক্বেবলা আরও বলেন, ভারত সরকার সবসময়ই ইসলাম ও মুসলমানদের স্বার্থের ব্যাপারে নিরব ভূমিকা পালন করে। কিন্তু এবারের বিষয়টি খুবই স্পর্শকাতর। বিশ্ব মুসলিমদের প্রানের চেয়ে প্রিয় সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল হযরত মোহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ও মুমিনগণের মাতা হযরত আয়েশা (রাদ্বিয়াল্লাহু আনহা) এর শানে ভারত সরকারের মদদপুষ্ট নেত্রী চরম অবমাননাকর বক্তব্য দেয়ার পরও সরকার নিরবতা পালন করছে।
আজ সারা মুসলিম বিশ্বের প্রতিটি মুসলমানের হৃদয়ে রক্তক্ষরন হচ্ছে। আরব বিশ্বসহ সারা দেশের মুসলমান আজ ক্ষোভে ফেটে পড়েছে। এর দায় ভারত সরকারকে নিতে হবে। তাই অনতিবিলম্বে সরকারকে অপরাধীদের যথাযুক্ত শাস্তি নিশ্চিত করার আহব্বান জানাচ্ছি। সাথে সাথে বাংলাদেশ একটি সংখ্যা গরিষ্ট মুসলিম দেশ হিসেবে সরকারের উচিৎ এ বিষয়ে বিবৃতি প্রদান পূর্বক ভারতের রাষ্ট্রদূতকে তলব করে উপযুক্ত জবাব প্রদান করা।