বজলুর রহমান
ঢাকা-৫ আসনের চার বারের এমপি প্রয়াত হাবিবুর রহমান মোল্লার দ্বিতীয় মৃত্যুবার্ষিক উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে লাখো মানুষের ঢল শনিবার সকাল ১১ টায় রাজধানীর ৬৪ নং ওয়ার্ড কোনাপাড়া কনকত মাঠে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য
এডভোকেট কামরুল ইসলাম এমপি, ঢাকা -৫ আসনের এমপি কাজী মনিরুল ইসলাম মনু, ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক শাহে আলম মুরাদ, ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মহিউদ্দিন মহি, কার্যনির্বাহী কমিটির সদস্য শফিকুল ইসলাম দিলু, ডেমরা থানা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম মাসুদ ও সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজল, ৬৪ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্রয়াত এমপি হাবিবুর রহমান মোল্লার ছোট ভাই বীরমুক্তিযোদ্ধা মাসুদুর রহমান মোল্লা বাবুলসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এছাড়া উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফী, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ গোলাম সারোয়ার কবির যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনর রশীদ মুন্না, ৪৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন গেসু, কাউন্সিলর আবুল কালাম অনু সহ প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাওলানা মাহমুদুর রহমান।
কামরুল ইসলাম এমপি বলেন, হাবিবুর রহমান মোল্লা শ্রমিক লীগের রাজনীতির করতেন। তিমি আওয়ামী লীগের একজন আর্দশবান রাজনীতিবিদ ছিলেন। তার কাছ থেকে অনেক কিছু শেখার ছিল। তিনি একজন কর্মী বান্ধব নেতা ছিলেন।