ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠান শুক্রবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। এতে ষবাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাস। এসময় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার নন্দী, জেলা পরিষদের সাবেক সদস্য শেখ আ. রাজ্জাক, , মেরিন ফিসারিজ মো. আরমন হোসেন, ক্ষেত্র সহকারি পলাশ সেন, সিএম জিল্লুর রহমান, মাঠ সহায়ক আলমগীর হোসেন, সাব্বির হোসেন শুভ, কমলেশ দাশ প্রমূখ।