ফকিরহাট, বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট জেলার ফকিরহাটে একটি জীবিত তক্ষক উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের কাছে প্রচারিত হয়ে আসছে যে তক্ষক দিয়ে তৈরি করা হয় মূল্যবান ঔষধ। আর তার অধিক মূল্য। এটি বিশ্বাস করে এক শ্রেণির মানুষ রাতারাতি ধনী হবার স্বপ্নে তক্ষক শিকারে নেমেছে। স্থানীয়রা জানায়, উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের দোহাজারী এলাকার একটি বাড়ী থেকে প্রায়ই তক্ষকের তক তক শব্দ শোনা যায়। উক্ত বাড়ির মালিকের ভাগ্নে নাহিদ জানান, তার মামার পুরাতন বাড়ি বাড়ির আশপাশ দিয়ে কয়েকটি তক্ষক কয়েক বছর ধরে রয়েছে। কিন্তু আকস্মিক সেই তক্ষকদের ডাক শোনা বন্দ হয়ে যায়। বিষয়টি নিয়ে বাড়ির কেয়ারটেকার মুজিবুর রহমানকে দেওয়া হয়। তিনি ৩০ জুন (বুধবার) সকালে একটি তক্ষক হাজির করেন। এ বিষয়ে ফকিরহাট মডেল থানায় অবগত করলে তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেনও তক্ষকটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। নাম প্রকামে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানিয়েছেন তক্ষকের ঘটনাটি সত্য এবং ওই বাড়ির কেয়ারটেকার মুজিবুর রহমান বহিরাগত মানুষ এনে তক্ষক ধরার বিষয়টি সকলের সামনে স্বীকার করেছে। স্থানীয় একটি চক্র এ তক্ষক পাচারের সাথে জড়িত থাকতে পারে বলে এলাকার অনেকে ধারনা করছেন।