ফকিরহাট, বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগায় আল জামিয়াতুল আরাবিয়া ধনপোতা মাসকাটা দারুল উলুম মহমুদিয়া ও ইয়াতিমখানায় এক শিক্ষক কর্তৃক প্রতিবন্ধী ছাত্র জিহাদ শেখকে (১২) নির্যাতনের অভিযোগ উঠেছে। রবিবার (২০) বিকেলে এ ঘটনায় অভিযুক্ত মাদরাসার হাফেজ আ. রহিমকে সাময়িক বরখাস্ত করেছে মাদরাসা পরিচালনা কমিটি। নির্যাতিত ছাত্রের বাবা মো. সেলিম শেখ জানান, উচ্চারণে ভুল হওয়াসহ বিভিন্ন অজুহাতে জিহাদকে গত ৩ দিন ধরে বিভিন্ন সময়ে মেরেছেন শিক্ষক। সর্বশেষ শনিবার দুপুরের দিকে পুনরায় মারপিট করা হয়। ঘটনাটি জিহাদ তার পরিবারকে জানায়। এরপর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি, মাদরাসা কর্তৃপক্ষকে অবহিত করা হয়। এ ছাড়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। মাদরাসা সুপার আব্দুল হাই বলেন, বিষয়টি জানার পর ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।