ফকিরহাট, বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে করোনা ভাইরাস নিয়ন্ত্রণ রাখতে সর্বাত্মক লকডাউনে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত রেখেছেন উপজেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার (২৯ জুন) লকডাউনের ৬ষ্ঠ দিনে বিধি নিষেধ না মানায় ৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ সময়ে জরিমানা করা হয়েছে ১০হাজার ৫শত টাকা।ফকিরহাট উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সানজিদা বেগম এসব তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া গত দুই দিনে স্বাস্থ্য বিধি না মানায় ১৪জনকে মামলায় ১৯হাজার ৫শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এদিকে, স্বাস্থ্য বিধি না মানায় বাড়ছে করোনা শনাক্তের হার। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অসিম কুমার সমাদ্দার জানান, মঙ্গলবার ৫৪জনের নমূনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। নমূনা পরীক্ষায় ২২জন শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪১শতাংশ। এখনো সাধারন মানুষ যদি সচেতন না হয় তবে অত্র উপজেলায় করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়ার আশংকা রয়েছে বলে তিনি জানান।