মোঃ মোজাহিদুর রহমান, ফকিরহাট, বাগেরহাট
বাগেরহাটের ফকিরহাটে শেখ শাহাবুদ্দিন শাবু স্মৃতি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে কাজদিয়া শহীদ শেখ মুনসুর স্মৃতি সংঘকে হারিয়ে খুলনা এজাজ ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন হয়েছে। গত শনিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় কাজদিয়া শহীদ শেখ মুনসুর স্মৃতি সংঘকে ১-০ গোলে হারিয়ে খুলনা এজাজ ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন হয়েছে খেলায় সেরা খেলোয়ার নির্বাচিত হয়েছে রানার্স আপ দলের মো. রিয়াজ। খেলা শেষে চ্যাম্পিয়ন দল ও রানার্সআপ দলকে ট্রপি ও প্রাইজমানি তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন টিপু, ইউপি সদস্য মো: সাইফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ফকির কওসার আলী প্রমূখ। খেলার আয়োজন করে আট্টাকা স্পোটিং ক্লাব। খেলা পরিচালনা করেন মোস্তাহিদুর রহমান মুক্ত, সহযোগি ছিলেন লিপন বিশ্বাস, জাকির হোসেন।