প্রতিনিধি ফরিদপুর
ফরিদপুরের ভাঙ্গা উপজেলাধীন ঢাকা- খুলনা মহাসড়কের সুয়াদি সিসিবিএল পাম্পের সামনে ঢাকা থেকে আগত বি এম লাইন পরিবহন প্রাইভেট লিমিটেড এর যাত্রী শেফালী রানী মিস্ত্রি (৭০), স্বামী- কেশব মিস্ত্রি, ঠিকানা- গ্রাম- কুমারখালী, উপজেলা- মোড়লগঞ্জ, জেলা- বাগেরহাট পরিবহন থেকে নামার সময় বিপরীতমুখী গ্রীন লাইন পরিবহন (যার রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো ব ১৫-০২৭৫) ধাক্কা দিলে শেফালী রানী মিস্ত্রি ঘটনাস্থলে মারা যান।
গতকাল সকাল ১১ টায় উক্ত দুর্ঘটনাটি ঘটে। ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত শেফালী রানী মিস্ত্রির লাশ উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসেন এবং মৃত্যুর সুরতহাল রিপোর্ট তৈরী করেন।বর্তমানে লাশটি ভাঙ্গা হাইওয়ে থানা হেফাজতে আছে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।