ফরিদপুর প্রতিনিধি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ফরিদপুরে নদী ভাঙ্গন, অসহায় দরিদ্র ৫ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরন করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে শহরের কমলাপুর রেলগেট এলাকায় এসব ত্রাণ সামগ্রী বিতরন করা হয়। বুলবুল সরদার স্মৃতি পরিষদের উদ্যোগে এবং এফবিসিসিআইয়ের পরিচালক ড. যশোদা জীবন দেবনাথের সহযোগীতায় এসব ত্রাণ বিতরন করা হয়। ত্রাণ বিতরনকালে উপস্থিত ছিলেন ফরিদপুর পৌরসভার ২২নং ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম মৃধা, জাতীয় শ্রমিক লীগের ২২নং ওয়ার্ডের সহ-সভাপতি ইলিয়াস মিয়া দুলু, বুলবুল স্মৃতি পরিষদের আহবায়ক সরদার মো. ইমরুল কায়েস বিদ্যুৎ, সমাজকর্মী আবুল কাশেম তসলু, তুহিন হাসান, রকিবুল হাসান, মো. হায়দার আলী ও টেপাখোলা মালিক গ্রুপের যুগ্ন সম্পাদক মো.আকরাম মৃধা প্রমূখ ফরিদপুর পৌরসভার ২২ নং ওয়ার্ডে বসবাসকারী নদী ভাঙ্গন কবলিত অসহায় ৫ শতাধিক ব্যক্তির প্রত্যেককেই ১০ কেজি করে চাল বিতরন করা হয়।