মো: আল আমিন, ফুলবাড়ীয়া, ময়মনসিংহ
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার পলাশতলী গ্রামে চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় চরম বিপাকে পড়েছে প্রতিবন্ধিসহ কয়েকটি পরিবার। এতে চরম দুর্ভোগে পোহাচ্ছেন তাঁরা। এ ঘটনায় কোন উপায়ন্তর না পেয়ে অবশেষে প্রতিকার পেতে আইনী পদক্ষেপ নিয়েছে ভোক্তাভোগীরা। স্থানীয়রা জানায়, উপজেলার ১১ নং রাধাকানাই ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের রইল্লার পাড় এলাকায় প্রথমে দু -পায়ে চলাচলের রাস্তা থাকলেও পরে তা বিকল্প রাস্তা করে দেওয়ার অজুহাতে বন্ধ করে দেয় পাশ্ববর্তী বাড়ীর ইব্রাহিম গংরা। যদিও এ বিষয়ে অভিযুক্ত পরিবারের সদস্যদের বক্তব্য সকলে মিলে জায়গা দিলে তারাও রাস্তায় জমি দিতে প্রস্তুত রয়েছেন। এলাকাবাসীর দাবি, দির্ঘদিনেও বিকল্প রাস্তা না দেওয়ায় মানবেতর জীবনযাপন করছেন ভোক্তাভোগীরা। পরিবারগুলোর দুর্ভোগ লাঘবে অতিদ্রুত রাস্তার সুরাহার দাবী জানিয়েছেন তাঁরা। আঃ মজিদ বলেন, আমরা ৪/৫ টি পরিবার প্রায় ৩০ বছর ধরে বাড়ী ঘর দু- পায়ের রাস্তা দিয়ে চলাচল করছি। হঠাৎ করে তারা সেই রাস্তায় ঘর তুলে বন্ধ করে দিয়েছে।
এ ঘটনায় স্থানীয়ভাবে কোন সমাধান না পাওয়ায় আইনের আশ্রয় নিয়েছি। মোসলেম উদ্দিন ও জহিরুল ইসলাম বলেন, এখানকার লোকজনের চলাচলের জন্য কোনো রাস্তা নেই। বর্ষা আসলে তাঁদের চলাচলে যেমন সমস্য তেমন স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের স্কুলে যেতেও পড়তে হয় নানা সমস্যায়। মোছা. খালেদা আক্তার বলেন, আমার একটি প্রতিবন্ধী বাচ্চা রয়েছে। রাস্তা না থাকায় তাকে স্কুলে দিতে পারছিনা । এছাড়াও আমাদের কেউ অসুস্থ হলে তাকে হাসপাতালে নিতে পারিনা আর রাস্তা না থাকায় বাড়ীতেও ডাক্তার আনতে পারিনা ,আতœীয় স্বজনও বাড়ীতে আসতে চায় না। আমাদের একটি রাস্তা খুবই প্রয়োজন। রাধাকানাই ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো.আ. রব ঘটনার সত্যতা স্বিকার করে বলেন, ঐখানে রাস্তা বন্ধ করে দিয়েছে। আমরা তাদেরকে বুজাচ্ছি। জনস্বার্থে একটি রাস্তা খুবই দরকার কারণ ঐদিকে অনেক মানুষ উখ (আখ) ধান আবাদ করে। রাস্তা না থাকায় তাদের ফসল উঠাতে অনেক সমস্যা হয়। রাস্তা হলে অনেক মানুষের উপকার হবে।