ফুলবাড়ীয়া, ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় ডিবি পুলিশ পরিচয়ে যুবককে অপহরণে জড়িত সাফায়েত গনি(২৮) ও মো. রোমান (২৮) কে গ্রেফতার করেছে ফুলবাড়ীয়া থানা পুলিশ। তন্মধ্যে গ্রেফতারকৃত সাফায়েত গনি পুলিশ সদস্য বলে জানাগেছে। পুলিশ ও ভোক্তাভোগী পরিবার জানায়, গত ২৪ ডিসেম্বর রাতে ইব্রাহিম খলিল নামের ঐ যুবক ফুলবাড়ীয়া বাজার থেকে মোটর সাইকেল যোগে গ্রামের বাড়ী চৌদার যাওয়ার পথে পৌর এলাকার হাসপাতাল মোড়স্থ স্থানে পৌছলে বিপরীত দিক থেকে
আসা কালো রঙের একটি মাইক্রো গতিরোধ করে ইব্রাহিম কে মার্ডার মামলার আসামী বলে গাড়ীতে তুলার চেষ্টা করেন। এতে করে হৈহল্লা শুরু হলে আস পাশের লোকজন এগিয়ে আসে। পরে অপহরনকারীরা নিজেদেরকে ডিবি পুলিশের পরিচয় দিয়ে ইব্রাহিম কে গাড়ীতে তুলে নিয়ে যান। এরপর ইব্রাহিমের মুক্তিপণ হিসেবে তাঁর পরিবারের নিকট বিকাশে ৫ লাখ টাকা দাবী করেন।
পরে তাদের কথা মতো ভোক্তাভোগী পরিবার বিকাশে ১ লাখ টাকা পাঠায়।এ ঘটনায় ভোক্তাভোগীর পিতা মো. রফিকুল ইসলাম ফুলবাড়ীয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। যার ডায়েরি নং ১১০২/২৫/১২/২২। পরে থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহযোগীতায় নারায়ণগঞ্জ জেলার সদর থেকে ভিকটিম ইব্রাহিম ও অপহরণে জড়িতদের গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত পুলিশ সদস্য সাফায়েত গনি গাজীপুর জেলায় কর্মরত আছেন। তাঁর কনস্টেবল বিপি নং ১০২৫ বলে জানাগেছে। ফুলবাড়ীয়া থানার সেকেন্ড অফিসার শাহীনুল ইসলাম আমাদের কন্ঠকে বলেন, অপহরণে জড়িত গ্রেফতার ২ জনসহ ভিকটিমকে আদালতে পাঠানো হয়েছে।