ফুলবাড়ীয়া, ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের ফুলবাড়ীয়া সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (৩১ডিসেম্বর) সকালে দলিল লেখক সমিতির অফিস কক্ষে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে ২ জন ও সাধারণ সম্পাদক পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
এতে মির্জা কামরুজ্জামান (দুলাল) সভাপতি ও আব্দুল জলিল সাধারণ সম্পাদক হিসেবে পূনরায় নির্বাচিত হয়েছেন। এ নির্বাচনে সনদধারী ৫৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি নূরুল ইসলাম বলেন, নব-নির্বাচিতরা আগামী ৩ বছর সমিতির দায়িত্ব পালন করবেন। অন্যান্যদের মধ্যে ভোট গ্রহণের দায়িত্ব পালন করেন সাব-রেজিস্ট্রার অফিসের প্রধান সহকারী সুরঞ্জিত চন্দ্র সরকার, দলিল লেখক আব্দুল আজিজ, মোখলেছুর রহমান তোতা। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে একটানা ভোটগ্রহণ। শান্তিপূর্ণ ভোটগ্রহণের লক্ষ্যে পুলিশ মোতায়েন ছিল।