ফুলবাড়ীয়া ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় জাতীয় শিক্ষাক্রম বিস্তরণ রুপ রেখা ২০২১ এর আওতায় উপজেলা পর্যায়ে মাধ্যমিক সহকারী শিক্ষকদের নিয়ে ৫দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল শুক্রবার (৬জানুয়ারি) উপজেলা সদরের ফুলবাড়ীয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে প্রথম ব্যাচের প্রশিক্ষণ শুরু হয়।
এ প্রশিক্ষণে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণীর ১০টি বিষয়ে ৬৫০ জন শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন। প্রথমদিনের সার্বিক খোঁজখবর নিতে দুপুরে ভ্যেনু পরিদর্শন করেন ময়মনসিংহ অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা’র উপ-পরিচালক আবু নূর মোঃ আনিসুল ইসলাম চৌধুরী।
এর আগে সকালে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদুল করিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, বাংলাদেশ শিক্ষক সমিতি ফুলবাড়ীয়া উপজেলা শাখার সভাপতি একেএম শামসুল হক সহঅন্যান্যরা উপস্থিত ছিলেন। শুরু হওয়া এ প্রশিক্ষণ প্রতিদিন সকাল ৯ টা থেকে ৪ টা ৩০ মি. পর্যন্ত চলবে।প্রশিক্ষণের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বেলায়েত হোসেন ও একাডেমিক সুপার ভাইজার মহসিনা বেগম।