ফুলবাড়িয়া, ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার চৌদার গ্রামে আপন ভাগিনাদের জমি অবৈধ ভাবে দখল করে আধিপত্য বিস্তার করার চেষ্ঠা ও রাতের আধাঁরে ঘর ভেঙ্গে নেওয়ার অভিযোগ উঠেছে মামা সিরাজুল ইসলাম (৫৫ ) গংদের বিরুদ্ধে । চৌদার এলাকার শামছুন নাহারের মেঝ ছেলে হারুন অর রশিদ জানান, আমরা ৩ ভাই মিলে আমার মায়ের কাছ থেকে তার পৈত্রিক সম্পতির হিস্যানুযায়ী প্রাপ্ত ১একর ২৫ শতাংশ জমি থেকে ২০১৭সনের ১৮ জুলাই চৌদার মৌজার জেএলনং৭০সাবেক দাগ ৮৪৪.৮৮৩,১২২৩, ও১৯২১,২২,৮২, ৩ হাজার ১৩০ হাল দাগ সমূহে ৭৯ শতক জমি হেবা ঘোষিত দলিল মূলে আবাদ করে আসছি।আমার মা তিন ভাইয়ের নামে দলিল করে দিলে মামা সিরাজুল ইসলাম তেলে বেগুনে ফুঁসে উঠে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছেন । ছোট ছেলে মোঃ আমিরুল ইসলাম বলেন, জমি আমাদের দখলে থাকার পরেও মামা সিরাজুল ইসলাম থানায় মিথ্যা অভিযোগ করলে ফুলবাড়িয়া থানার সেকেন্ড অফিসার জ্যোতিষ বাবু সমাধানের কথা বলে থানায় ডেকে নিয়েভোগদখলীয় জমিতে না যাওয়ার অঙ্গিকার নামায় স্বাক্ষর করার চাপ দেয় ,স্বাক্ষর না দিলে বিভিন্ন সমস্যা হওয়ার কথা বলেন তিনি। এ ঘটনায় অন্য ভাইয়েরা স্বাক্ষর না দিয়ে পাশ কেটে চলে যাওয়ায় তিনি আমার কাছ থেকে জোরপূর্বক স্বাক্ষর নেন।সেই রাতেই সিরাজুল লোকজন নিয়ে আমাদের ঘর ভেঙ্গে নিয়ে গেছে। সরেজমিনে দেখাযায় ১৯২১ হাল দাগে ১৮ শতক জমিতে ছোট্ট টিনের ঘরটি দুর্বৃত্তরা ভেঙ্গে নিয়ে গেছে । পরে (ফাঁকা যায়গায়)সেখানে দুইটি আকাশমণির চারা রোপণ করে রেখেছে। হারুন অর রশিদের মা শামছুন নাহার বলেন, আমার পৈত্রিক সম্পতি থেকে নিজের ঔরশজাত তিন ছেলের নামে আমার জমি লিখে দিয়েছি । আমার ভাই হিংসা বশতঃ মামলা করছে । এর প্রতিকার চাই। এ ব্যাপারে সিরাজুল ইসলাম এর সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্ঠা করা হলে তিনি ফোন রিসিভ করেনি। ফুলবাড়িয়া থানার সেকেন্ড অফিসার জ্যোতিষ চন্দ্র দেব বলেন ,আমি তাদের কাছ থেকে কোনো স্বাক্ষর নেইনি। আর ঘর ভেঙ্গে নেওয়ার বিষয়ে স্থানীয় এক আলী’গ নেতা অবহিত করলে আমি তাকে থানায় অভিযোগ দেওয়ার পরামর্শ দিয়েছি।
শুক্রবার, জুন ২
সংবাদ শিরোনাম
- চুয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপদাহ
- লালমনিরহাটে ‘জিনের বাদশা’ পরিচয়ে ৫লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার ২
- পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা না মেনে মৎস্য ঘেরে দখল চেষ্টা
- কক্সবাজারে ইয়াবাসহ গ্রেফতার ২
- খাগড়াছড়িতে কাভার্ডভ্যান চাপায় নিহত ১
- রূপগঞ্জে গুলিবিদ্ধ হোটেল বাবুর্চি বিল্লাল হাওলাদারের মৃত্যু
- আইএমএফের পরামর্শ মেনে বাজেট করেনি সরকার: অর্থমন্ত্রী
- পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় লিফট কিনতে ৬ জনের তুরস্কে যাওয়া স্থগিত