আল-আমিন, ফুলবাড়িয়া (ময়মনসিংহ)প্রতিনিধি: ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার হাতীলেইট গ্রামে পোল্ট্রি লেয়ারে খামারের বর্জ্যে প্রায় ৫একর আবাদি জমি নষ্ট হওয়ার অভিযোগ করেছে স্থানীয় এলাকাবাসী।
হাতিলেইট গ্রামে ভোক্তভোগিরা তিন ফসলি জমি, বড়বিলা মাছ ও জলজ প্রাণি রক্ষার জন্য উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছে।অভিযোগে জানাযায় একই গ্রামের রিয়াজ উদ্দিন ছেলে ইনছান আলী জমির উজানে প্রায় ৪ বছর পূর্বে একটি লেয়ার পোল্টি খামার স্থাপন করেছে। মাঝে মধ্যে রাতে সবার অজান্তে ফসলি জমিতে পোল্ট্রির বর্জ্য নিষ্কাশন করতো। এলাকাবাসী প্রতিবাদ করলে আর এমন করবে না বলে জানায় তিনি। এনিয়ে গ্রাম্য সলিশও হয়েছে । গত ২৭মে দিন দুপুরে এক বছরের জমানো বর্জ্য বোরো ফসল কাটার পরপরই ইনছান আলী এলাকাবাসীর কথা তোয়াক্কা না করেই তিন ফসলি জমিতে পোল্টি খামার হতে ড্রেন করে ফসলি জমিতে দেয়।এতে আমন ধান চাষে অনুপযোগী হয়ে পড়ে ৫একর ফসলী জমি ।
জমির মালিক রফিক উদ্দিন বলেন আমি বোরো ফসলের সময় কাঠাপ্রতি ৫মন ধান পেয়েছি। এখন আমন ধান লাগাবো এই মর্হুতে পোল্ট্রি লেয়ারের বর্জ্য ফেলেছে এখন আমন ধান লাগানো আর যাবে না, আমার অনেক ক্ষতি হয়ে গেল।
আরেক জমির মালিক হাজী ইসহাক আলী বলেন শুধু মাত্রই ফসলী জমি ক্ষতি হয়েছে তাই না এর বর্জ্য বড়বিলা পানির সাতে মাছ সহ জলজ প্রাণির ক্ষতি সাধণ করে। তিনি আরও বলেন যতদিন বর্জ্য মাটির সাথে লেগে থাকবে ততদিন ফসল জন্মাবে না।
ইউএনও আশরাফুল ছিদ্দিক বলেন অভিযোগ পেয়েছি তদন্ত করার দায়িত্ব উপজেলা প্রাণি সম্পদ অফিস কে দেওয়া হয়েছে প্রতিবেদন সাপেক্ষে প্রয়োজনী ব্যবস্থা গ্রহন করা হবে।