ফুলবাড়িয়া ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ফুলবাড়িয়ায় প্রাণি সম্পদ প্রদর্শনী ২০২১
অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলা সদরের সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন স্থানীয় সাংসদ অ্যাডভোকেট আলহাজ্ব মোঃ মোসলেম উদ্দিন।
এসময় তিনি বলেন, বর্তমান প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেত্রীত্ব ও দূরদর্শীতায় দেশের সকল খাতেই ব্যাপক উন্নয়ন হয়েছে। তারই ধারাবাহিকতায় প্রাণি সম্পদ রক্ষণাবেক্ষণের জন্য উপজেলা পর্যায়ে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল সিদ্দিক এর
সভাপতিত্বে ও ডাঃ আঃ রাজ্জাকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শরাফ উদ্দিন (শর), জেলা পরিষদ সদস্য ফারজানা শারমীন বিউটি, উপজেলা আলী’গের প্রচার সম্পাদক ওয়াদুদ আকন্দ দুদু, দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আমজাদ হোসাইন,কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, যুবলীগের আহবায়ক আঃ কদ্দুস প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা: মো: মিজানুর রহমান।
তিনি বলেন, আমাদের উপজেলা ডিম ও মাংসে স্বয়ংসম্পূর্ণ। দুধে আমাদের যে ঘাটতি আছে তা সমন্বিত চেষ্টার মাধ্যমে খুব দ্রুত পূরণ করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি ।
প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প এর সহযোগিতায় প্রানিসম্পদ অধিদপ্তর কর্তৃক উপজেলা পর্যায়ে প্রথমবারের মতো প্রানিসম্পদ প্রদর্শনীতে ৩২ টি স্টল বসে। পরে তাদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।