ফুলবাড়িয়া ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বাঁশের সাঁকো পাড় হওয়ার সময় নিখোঁজ হওয়া সিনথিয়া (৯) নামের এক শিশুর লাশ নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার নয়ানবাড়ী এলাকার সোহেল মিয়ার মেয়ে। গতকাল রবিবার পৌরসভা কার্যালয়ের পাশে আাখালিয়া নদীতে গলিত লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুর লাশটি উদ্ধার করেন। জানাযায় গত ( ১৭ জুন) বৃহস্পতিবার আয়মন নদীর সাঁকো পার হওয়ার সময় নিখোঁজ হয় শিশুটি। অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পায়নি পরিবার। পরে এলাকাবাসী নদীতে তার সেন্ডেল দেখতে পান। শিশুটি মৃগী রোগে আক্রান্ত ছিল বলে নিহতের পরিবারের লোকজন জানিয়েছে। এঘটনায় শিশুটির বাবা ফুলবাড়িয়া থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন বলে নিশ্চিত করেছেন ডিউটি অফিসার এ এস আই শামীমা। ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান বলেন, শিশুটি মৃগী রোগে আক্রান্ত ছিল। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।
মঙ্গলবার, মে ৩০
সংবাদ শিরোনাম
- স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট জনগোষ্ঠী গড়ব
- রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা
- রূপগঞ্জে উপ-নির্বাচনে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা
- বরগুনায় পিআইওর বিরুদ্ধে ৩০ টি মসজিদে টিআর বরাদ্দের ৩০ লাখ টাকা লোপাটের অভিযোগ
- পঞ্চমবারের মতো আইপিএল জিতলো চেন্নাই সুপার কিংস
- ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ জুন
- যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় নিহত ১৬
- তাপপ্রবাহ আরও বাড়তে পারে