ফুলবাড়িয়া (ময়মনসিংহ ) প্রতিনিধি : ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মাস্ক না পরা ও স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার পৌর সদরে স্বাস্থ্যবিধি না মানা ও ফুটপাতে দোকান বসানোর কারণে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৮ টি মামলা ও ৫৭ হাজার ৫ শত ৫০ টাকা জরিমানা করেছে । এ সময় পথচারীদের মধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল ছিদ্দিক মাস্ক না পড়ার কারণে ১৬ জন ও ৬ ব্যবসা প্রতিষ্ঠানে ৩৯ হাজার ৮৫০ টাকা জরিমানা আদায় করেন। অপরদিকে ম্যজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) দিলরুবা ইসলাম মাস্ক না পড়ার কারণে ১৯ জন, গণউপদ্রপের জন্য ৩জনসহ ২২ জনের নিকট থেকে ১৮ হাজার ৫ শ টাকা জরিমানা আদায় এবং ১৮ টি মামলা করেন। ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, সরকার কর্তৃক ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করলেও নানা অজুহাতে অনেকে মাস্ক ব্যবহার করছেন না। তাই ঘরের বাইরে সকলের মাস্ক পরা নিশ্চিত করতে এই অভিযান চলছে। বিজ্ঞ নির্বাহী ম্যজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল ছিদ্দিক বলেন,স্বাস্থ্যবিধি রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।
মঙ্গলবার, মে ৩০
সংবাদ শিরোনাম
- মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের পরিচিতি ও আলোচনা সভা
- নবাবগঞ্জে বঙ্গবন্ধুর জুলিও কুরি পদক প্রাপ্তির ৫০ বছর উদযাপন
- বিজিবি ও বিএসএফের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে: বিজিবি মহাপরিচালক
- এরদোয়ানকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন
- স্মার্ট এডুকেশন ফেস্টিভ্যালে শিক্ষামন্ত্রী নতুন শিক্ষাক্রমে এসএসসি ২০২৬ সালে
- টেকনাফে ৩ লাখ ইয়াবা ইয়াবা উদ্ধার
- নৌযানের প্রথম শ্রেণির মাস্টারশিপ পরীক্ষায় ৭১ জন উওীর্ণ
- গণঅধিকার পরিষদের মানববন্ধনে বাধা দেওয়ার অভিযোগ