ফুলবাড়িয়া, ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার পুটিজানা, রাঙামাটিয়া, আছিম পাটুলি ইউনিয়নে ও পৌরসভায় একটি কওে ৪টি উপ-স্বাস্থ্য কেন্দ্র রয়েছে, যার অবস্থান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরেই। এখান থেকে রোগীরা বহিঃ বিভাগ, ও আর টি কর্ণার, যক্ষা ও কুষ্ঠ নিয়ন্ত্রন, আই এম সি আই সেবা, স্বাস্থ্য শিক্ষা সেবা সহ বিভিন্ন পরামর্শ বিনামুল্যে পেয়ে থাকেন। সংশ্লিষ্ট সূত্র মতে, উপজেলার পুটিজানা ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের বেহাল দশায় চিকিৎসা সেবা প্রদান দুর্বিসহ হয়ে উঠেছে। কর্তৃপক্ষের তদারকি না থাকায় নষ্ট হতে বসেছে ভবনটির বিভিন্ন কক্ষের আসবাবপত্র। মূল্যবান ঔষুধপত্রসহ সরঞ্জামাদি ঝুঁকির মধ্যে রেখে কেন্দ্র পরিচালনা কষ্টসাধ্য হয়ে পড়েছে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের। এতে চরমভাবে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। ইউনিয়নের ২৪টি গ্রাম ও ৫টি পাড়ার জনসাধারণ নিয়মিত চিকিৎসা সেবা পাওয়ার কথা থাকলেও বাস্তবে পুরোটাই উল্টো। সরেজমিনে দেখা যায়, উপ-স্বাস্থ্য কেন্দ্রের ভবন চত্বরে গরু ছাগলের অবাধ বিচরণ, ভবন ঘেঁষে লতাপাতা ও বিভিন্ন জঙ্গলে পরিপূর্ণ। নেই কোনো সীমানা প্রাচীর। বিভিন্ন কক্ষের দরজা ভাঙ্গা, জানালার কাচ ভাঙ্গাচুরা বাহিরের আলো ও ঝড়বৃষ্টির সময় পানি ডুকে পড়ে নষ্ট হচ্ছে ফ্লোর সহ কাক্ষে রাখা আসবাবপত্র। চিকিৎসকের বসার কক্ষের চেয়ার-টেবিল ভাঙ্গা, পাশের রোগীর কক্ষে পুরানো ভাঙ্গা চেয়ার আর বিছানা গুলো ভেঙ্গে গেছে। মাকড়সা বাসা বেঁধেছে প্রতিটি কক্ষের জিনিসপত্রে। টয়লেটের ভিতরে বেসিন এবং কমোড ভেঙ্গে গেছে। কক্ষগুলোতে ময়লা-আবর্জনা জমে আছে। থাকার কক্ষগুলো ব্যবহারের অযোগ্য। বিদ্যুৎতের তারগুলো এলোমেলো অবস্থায় ঝুলছে। ভবনটি দীর্ঘদিন ধরে কোনো সংস্কার না হওয়ায় সামান্য বৃষ্টিতেই দোতলার ছাদ চুইয়ে পানি বিনা বাধায় ভিতরের কক্ষে প্রবেশ করে ।বিভিন্ন স্থানে খসে পড়েছে পলেস্তারা । পানি উত্তোলনের পাম্প বিদ্যুৎ সংযোগ বিহীন পরিত্যক্ত এবং ছাদে পানি সংরক্ষণের টেংকটি মরিচায় ভেঙ্গে যাওয়ায় পানি ধারণ ক্ষমতা হারিয়েছে। স্থানীয়রা জানান, উপ-স্বাস্থ্য কেন্দ্রটি দীর্ঘদিন যাবৎ এই অবস্থায়, এখানে অবকাঠামোর কোন উন্নয়ন হয়নি। সীমানা প্রাচীর না থাকায় ভবনটি এভাবে থাকলে অল্প কিছুদিনের মধ্যেই অস্তিত্ব বিলীন হয়ে যেতে পারে। উপ স্বাস্থ্য কেন্দ্রে সেবা নিতে আসা মরিয়ম বলেন, আমাদের কোন অসূখ হলে আমরা এ হাসপাতালেই ছুটে আসি, গরীব মানুষ বড় বড় হাসপাতালে যেতে পারি না, এ হাসপাতালের অবস্থা তেমন ভাল না পরিবেশ ভালো থাকলে হয়তো আরো ভালো চিকিৎসা পেতাম । পুটিজানা ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের উপ-সহকারি মেডিকেল অফিসার ডা. হাফিজুর রহমান বলেন, এই ভবনের বিভিন্ন কক্ষের অবস্থা খুব খারাপ । চিকিৎসা প্রদান ও বসবাস কোনটাই সম্ভব না, একটু বাতাস বৃষ্টি হলেই আসবাবপত্র ভিজে নষ্ট হয়ে যায় । উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিধান চন্দ্র দেবনাথ বলেন, আমি ওই স্বাস্থ্য কেন্দ্রে দীর্ঘদিন চাকুরি করেছি, এর অবকাঠামো একেবারই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এখন তো অবস্থা আরো খারাপ, উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ।
শুক্রবার, জুন ২
সংবাদ শিরোনাম
- চুয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপদাহ
- লালমনিরহাটে ‘জিনের বাদশা’ পরিচয়ে ৫লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার ২
- পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা না মেনে মৎস্য ঘেরে দখল চেষ্টা
- কক্সবাজারে ইয়াবাসহ গ্রেফতার ২
- খাগড়াছড়িতে কাভার্ডভ্যান চাপায় নিহত ১
- রূপগঞ্জে গুলিবিদ্ধ হোটেল বাবুর্চি বিল্লাল হাওলাদারের মৃত্যু
- আইএমএফের পরামর্শ মেনে বাজেট করেনি সরকার: অর্থমন্ত্রী
- পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় লিফট কিনতে ৬ জনের তুরস্কে যাওয়া স্থগিত