ফুলবাড়ীয়া, ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় হেলাল মিয়া (৩৭) নামের এক মাদক কারবারীকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে ফুলবাড়ীয়া থানা পুলিশ। গত রবিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এস আই মোকতাদেরুল হাসান ও এ এস আই রাকিব সঙ্গীয় ফোর্স উপজেলার কৈয়ারচালা উত্তরপাড়া আগার আকন্দ জামে মসজিদের পাশে কাঁচা রাস্তায় অভিযান পরিচালনা করে ১৫০ পিস ইয়াবাসহ তাঁকে গ্রেফতার করেন। সে উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। এ ঘটনায় ফুলবাড়ীয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণী ১০ (ক)/৪১ মামলা দায়ের পূর্বক ৬/০৯/২১ ইং আসামীকে আদালতে পাঠানো হয়েছে। মামলা নং-০৮তারিখ ৫/০৯/২১। ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ মোল্লা জাকির হোসেন বলেন, আসামীকে গ্রেফতারপূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে।